বাংলার অন্যতম খ্যাতনামা প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোডাকশন হাউজ! বহুরূপী থেকে পোস্ত, বেলাশেষে সহ একাধিক হিট উপহার দিয়েছে এই প্রযোজনা সংস্থা। কিন্তু এবার কি তাদের ফেসবুক পেজ চলে গেল হ্যাকারদের কবলে? উঠছে প্রশ্ন। কিন্তু হয়েছে কী?
কী ঘটেছে?
এদিন সকালে দেখা যায় উইন্ডোজ প্রোডাকশন হাউজের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেটার প্রোফাইল ফটো এবং কভার ফটো দুই উধাও। তার জায়গায় কালো ছবি রয়েছে। শুধু তাই নয়, সেই ছবির ক্যাপশনে রয়েছে হিজিবিজি কীসব লেখাও। আর এটা দেখেই চক্ষু চড়কগাছ নেটপাড়ার।
উইন্ডোজ প্রোডাকশন হাউজের অন্যতম কর্ণধার তথা পরিচালক, অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের স্ত্রী জিনিয়া সেন এদিন সেই ঘটনার স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন তাঁর ফেসবুক প্রোফাইলে। লেখেন, 'হ্যাক করা হয়েছে নাকি অন্য কিছু?'
জিনিয়ার পোস্টের উত্তরে অনেকেই জানিয়েছেন যে এই পেজ হ্যাক করা হয়েছে। কেউ লেখেন, 'মনে হচ্ছে সাইবার হ্যাক। দ্রুত সাইবার ক্রাইমে যোগাযোগ করো।' আরেকজন লেখেন, 'এসব কী হচ্ছে?' অধিকাংশ ব্যক্তি উদ্বেগ প্রকাশ করলেও কেউ কেউ মনে করেছেন এটা স্রেফ প্রচারের জন্য। আজকাল তো এভাবে নানা হাটকে স্টাইল প্রমোশন করা হয়। তো এটাও হয়তো তেমনি কোনও প্রমোশনাল কাজ হবে। যদিও আসলে কী সেটা তো সময়ই বলবে।
আরও পড়ুন: নটীর জীবনের নিপাট কোলাজ 'বিনোদিনী'! সকলকে ছাপিয়ে গেলেন রুক্মিণী
তবে উইন্ডোজ প্রোডাকশন হাউজের তরফে এই বছর একাধিক ছবি নিয়ে আসা হতে চলেছে। এর মধ্যে অন্যতম হল আমার বস। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, প্রমুখ। ছবিটির পরিচালনা করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়। এই প্রযোজনা সংস্থার শেষ প্রযোজিত ছবি বহুরূপী। পুজোর সময় মুক্তি পেয়েছে সেই ছবি। বক্স অফিসে রীতিমত ঝড় তুলে একাধিক রেকর্ড করেছে এই ছবিটি। পেয়েছে বহুল প্রশংসাও।