মাত্র কয়েকদিন হল শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি। এর মধ্যেই নাকি শেষ হতে চলেছে মোহনা মাইতির সিরিয়াল। এমনই গুঞ্জন রটেছে। এবার সেই প্রসঙ্গে কী জানালেন অভিনেত্রী?
আরও পড়ুন: 'বাঙালি হিসেবে মাথা তুলে...' ভাঙা হাত নিয়েই আরজি করের নির্যাতিতার খুনের বিচার চেয়ে পথে নামলেন মিঠুন!
কী জানা গেল?
৪ মাস আগেই শুরু হয়েছে কে প্রথম কাছে এসেছি। সিঙ্গল মাদারের গল্প দেখানো হচ্ছে ধারাবাহিকে। কিন্তু বর্তমান সময়ের ট্রেন্ড ধরেই মাত্র কয়েক মাসের মধ্যেই কোপ পড়ল এই মেগায়? বিগত কয়েক দিন ধরেই তেমনটাই অন্তত রটে গিয়েছিল। কিন্তু এই রটনা কি আদৌ সত্যি? সত্যিই শেষের মুখে ঋক এবং মধুবনীর গল্পের সফর? মধুবনী ওরফে মোহনা মাইতি জানালেন খবরটা একেবারেই সত্যি।
এই বিষয়ে এই সময়কে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুবনী জানিয়েছেন, 'খবরটা একেবারেই সত্যি। তবে এখনও বিশ্বাস করে উঠতে পারিনি। যেদিন প্রথম খবরটা শুনলাম মাথায় পুরো আকাশ ভেঙে পড়েছিল। আসলে ভাবতে পারিনি এমনটা হতে পারে।' অভিনেত্রী এদিন আরও জানান, 'আসলে আমার প্রথম ধারাবাহিক দারুণ হিট করেছিল। অনেক দিন চলেছে। ভালো সাড়া পেয়েছিলাম। এবারও তাই দ্বিতীয় ধারাবাহিক নিয়ে সেটাই আশা চুই। কিন্তু হল না। কী আর করব? নিজেকে বোঝাচ্ছি যা হয় ভালোর জন্য। কিন্তু মন মানছে না।'
জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের ১২ তারিখে নাকি শেষ হবে কে প্রথম কাছে এসেছি ধারাবাহিকের শ্যুটিং। তবে টিভির পর্দায় ২২ সেপ্টেম্বর পর্যন্ত দেখা যাবে সায়ন, মোহনার জুটিকে। কেন বন্ধ হচ্ছে এই মেগা? আসলে গল্পে নতুনত্ব থাকলেও টিআরপিতে তেমন সাড়া পায়নি এই মেগা। লাগাতার খারাপ ফল করছিল। তাই তড়িঘড়ি করে শেষ করা হচ্ছে কে প্রথম কাছে এসেছির সফর।
আরও পড়ুন: জুনিয়র ডাক্তারদের পাশে যাদবপুর, খাবার থেকে ফ্যান জলের দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালেন আর কারা?