বাংলার গানের দুনিয়ার পরিচিত নাম অঙ্কিতা ভট্টাচার্য। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি। গানের পাশাপাশি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও উঁকিঝুঁকি কম নয়। একটা সময় সহকর্মী রাহুল দত্তর সঙ্গে অঙ্কিতার বিশেষ বন্ধুত্বের গুঞ্জন একটা সময় কানে এসেছে। আরও পড়ুন-‘মামনি ওটা কিশোর কুমারের গান…’, মঞ্চে 'সিং নেই তবু.. গেয়ে ট্রোলের মুখে সারেগামাপা জয়ী অঙ্কিতা
‘সারেগামাপা’-খ্যাত রাহুল দত্ত-অঙ্কিতা ভট্টাচার্যর 'প্রেম' একটা সময় ছিল ওপেন সিক্রেট! তবে গত কয়েক মাস ধরেই দুজনের মাঝের ব্যাবধান স্পষ্ট হয়েছে। জানা যাচ্ছে, রাহুল এখন অঙ্কিতার জীবনে অতীত! অঙ্কিতার ফেরারি মনে এখন নতুন প্রেমের ডাক! জল্পনা, নতুন করে প্রেমে পড়েছেন গায়িকা। সূত্রের খবর, এক মিউজিশিয়ানের সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন তিনি। যদিও এই নিয়ে খোলাখুলি কোনও কথা বলতে না-রাজ গায়িকা।
অঙ্কিতার ‘পার্টনার ইন ক্রাইম’ ড্রাম বাজান। সঙ্গীতের আদান-প্রদানের ফাঁকেই নাকি মন দেওয়া-নেওয়াটাও সেরে ফেলেছেন দুজনে। রাহুল-অঙ্কিতার বন্ধুত্ব সারেগামাপা-র সেটেই। প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার না করলেও শো শেষ হওয়ার পরেও একাধিক প্রোজেক্টে একসঙ্গে দেখা মিলেছে দুজনের। তবে অনেকদিন ধরেই একসঙ্গে গান গান না তাঁরা। ব্যস্ততার জেরে নয়, ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরার জেরেই নাকি এই সিদ্ধান্ত কানাঘুষো পরিচিত মহলে। শোনা যায়, নতুন সম্পর্কে জড়িয়ছেন রাহুলও।
দেশ-বিদেশে নানান জায়গায় গানের টানে একসঙ্গে ঘুরে বেড়ান অঙ্কিতা ও তাঁর চর্চিত প্রেমিক। সদ্যই বাংলাদেশ সফরে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকেও মিউজিশিয়ান বন্ধুর সঙ্গে একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করেছেন অঙ্কিতা। তাঁদের ছবিতে কারুর মন্তব্য, 'তোমরা কি সম্পর্কে আছো?' আবার কেউ লিখেছেন, ‘তোমাদের দারুণ মানিয়েছে’। সবটা নিয়েই মুখে কুলুপ অঙ্কিতার। সদ্য জি বাংলার দাদাগিরির গ্র্যান্ড ফিনালেতে দেখা গিয়েছে অঙ্কিতাকে। সেখানে সুখবিন্দর সিং-এর সঙ্গে ডুয়েট গেয়েছেন তিনি। এই বঙ্গ তনয়ার ট্যালেন্টে মুগ্ধ সুখবিন্দর।
গোবরডাঙার মেয়ে অঙ্কিতা জি বাংলার গানের রিয়ালিটি শো জিতে হইচই ফেলেছিল। প্রতিষ্ঠিত প্লে-ব্যাক গায়িকা হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছেন তিনি। রথীজিৎ ভট্টাচার্যের কাছ থেকে সঙ্গীত শিখেছেন গায়িকা। গানের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন সমান তালে। এখন গ্র্যাজুয়েশনের ছাত্রী অঙ্কিতা। গান প্রথম ভালোবাসা হলেও পড়াশোনার ব্যাপারেও খুব সিরিয়াস অঙ্কিতা।