ইশা আম্বানি, তার মা নীতা আম্বানির সঙ্গে সম্প্রতি মুম্বইয়ে তাঁদের আর্ট হাউস, নীতা মুকেশ আম্বানি সাংস্কৃতিক কেন্দ্রে (NMACC) নিউ ভিজ্যুয়াল আর্ট এক্সিবিশন- 'ভক্তি: দ্য আর্ট অফ কৃষ্ণা'-এ অংশ করেছিলেন। এই অনুষ্ঠানে নো-মেকআপ লুকে একেবারে সাদামাটা পোশাকে ধরা দিয়েছিলেন ইশা।
ঈশা আম্বানির NMACC-এর ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনীতে যোগ দেওয়ার কারণ
ঈশা আম্বানি মূলত 'ভক্তি: দ্য আর্ট অফ কৃষ্ণা'-এই ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনীর নেপথ্যে, এর ভাবনাও এসেছিল তাঁর থেকেই। তাছাড়াও কিউরেটর অশ্বিন ই রাজাগোপালনেরা ছিলেন তাঁর সঙ্গে। সুন্দর এই প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন রাধানাথ স্বামী। NMACC-এর অফিসিয়াল অ্যাকাউন্ট এবং বেশ কিছু পাপারাৎজির পেজ ইভেন্টের নানা ভিডিয়ো শেয়ার করা হয়। এই ভিডিয়ো গুলিতে ইশা আম্বানিকে এই প্রদর্শনী সম্পর্কে কথা বলতেও দেখা গিয়েছে। শুধু তাই নয়, অতিথিদের সঙ্গে তিনি ভজনও গেয়েছেন, পাশাপাশি প্রদর্শনীর সব খুঁটিনাটি নিজে হাতে সামাল দিয়েছেন।
আরও পড়ুন: সত্যিই কি ডিভোর্স হচ্ছে? ইনস্টাগ্রামেই বা আনফলো কেন? অবশেষে মুখ খুললেন অর্জুন-পত্নী শ্রীজা
চিকনকারি স্যুটে ইশা আম্বানি
ভিজ্যুয়াল আর্ট প্রদর্শনীতে ইশা আম্বানি একটি ট্রাম্পেট হাতা দেওয়া মিরর ওয়ার্ক করা চিকনকারি এমব্রয়ডারি স্যুট পরেছিলেন। সেটি ছিল মূলত ফ্লোরাল মোটিভ দেওয়া, তার সঙ্গে মানানসই প্যান্ট এবং একটি ওড়না নিয়েছিলেন। কুর্তাটি যে বেশ আরামদায়ক তা বোঝাই যাচ্ছিল৷ গয়না হিসেবে বেছে নিয়েছিলেন এক জোড়া হীরের কানের দুল, সঙ্গে চুল খোলা রেখেছিলেন। হালকা সাজে নো-মেকআপের লুকে হাজির হয়েছিলেন আম্বানি কন্যা। কিন্তু এই নো মেকআপ লুকেও তাঁকে দারুণ উজ্জ্বল দেখাচ্ছিল।
'ভক্তি: দ্য আর্ট অফ কৃষ্ণা'-এর প্রদর্শনী সম্পর্কে
'ভক্তি: দ্য আর্ট অফ কৃষ্ণা'-এর প্রদর্শনী ১৮ জুলাই থেকে শুরু হয়েছে চলবে ১৮ আগস্ট পর্যন্ত। এখানে মূলত ভগবান শ্রী কৃষ্ণের জীবনের নানা সময় কালের ছবি চিত্তাকর্ষক শিল্পকর্মের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীর টিকিট মূল্য ভারতীয় মুদ্রায় ২৯৯ টাকা থেকে শুরু। তবে চারুকলার ছাত্র, ৭ বছরের কম বয়সী শিশু এবং সিনিয়র সিটিজেনরা বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
আরও পড়ুন: ইনস্টাগ্রামকে স্বামীকে আনফলো শ্রীজার, মুছলেন ছবি, বিচ্ছেদ জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন অর্জুন
ইশা আম্বানির সম্পর্কে
ইশা আম্বানি হলেন নীতা আম্বানি এবং মুকেশ আম্বানির বড় মেয়ে। তিনি আনন্দ পিরামলকে বিয়ে করেছেন। এই দম্পতি ১২ ডিসেম্বর, ২০১৮-এ গাঁটছড়া বাঁধেন। বর্তমানে তাঁদের যমজ সন্তান রয়েছে। তারা হল আদিয়া এবং কৃষ্ণ।