আম্বানি পরিবার ইতালিতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় পর্বের প্রাক-বিবাহের অনুষ্ঠানে একটি চার দিনের ক্রুজ যাত্রার আয়োজন করেছিল। সেখানে বিনোদন জগতের বিশিষ্ট সব তারকারা উপস্থিত ছিলেন। স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে উপস্থিত ছিলেন কিয়ারা আডবাণীও। সম্প্রতি নায়িকা ইতালির পার্টিতে তোলা একটি নতুন ছবি শেয়ার করেছেন। আর তা প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীদের উচ্ছ্বাসের বাঁধ ভেঙেছে। তবে ছবিতে তিনি একা নন, তাঁর সঙ্গে নজর কেড়েছেন অনন্তর দিদি ইশা আম্বানিও। ছবিতে দেখা গিয়েছে, কিয়ারা ইশার সঙ্গে ক্যামেরায় পোজ দিচ্ছেন।
কিয়ারা আডবাণী কেমন সেজেছিলেন
নায়িকার পরনে ছিল একটি ব্যাকলেস কালো গাউন। কিয়ারা তাঁর বন্ধু মণীশ মালহোত্রার ডিজাইন করা মখমলের গাউনে সেজে উঠেছিলেন। গাউনটিতে ছিল হল্টার নেকলাইন, এটি মূলত একটি বডি হাগিং, লম্বা মাটি ছোঁয়া গাউন। এর সঙ্গে মনীশ মালহোত্রারই ডিজাইন করা মানাসই গয়নায় সেজেছিলেন নায়িকা। উজ্জ্বল পান্না দিয়ে সাজানো একটি কানের দুল তিনি বেছে নিয়েছিলেন। মাথায় উঁচু করে বাঁধা খোঁপা, চোখে গাঢ় কজল, উইংড আই লাইনার, সুন্দর করে আঁকা ভ্রু, গালে গোলাপি আভার ব্লাস ও হাইলাইটার, ঠোঁটে গোলাপি শেডের লিপস্টিকে অপূর্ব লাগছিল কিয়ারাকে। সঙ্গে তাঁর হাতে থাকা কালো টপ হ্যান্ডেল মিনি ব্যাগটি নায়িকার পুরো সাজ সম্পূর্ণ করেছে।
আরও পড়ুন: ‘সাত বছর ধরে এই চরিত্রের আত্মা আমি নিজের মধ্যে বহন করছি’: ‘ অথৈ’ প্রসঙ্গে অর্ণ মুখোপাধ্যায়
ঈশা আম্বানি কেমন সেজেছিলেন
অন্যদিকে, ঈশা পরেছিলেন একটি লাল লম্বা গাউন। ইশার লাল গাউনটিও ছিল হলটার নেকলাইন দেওয়া। পাশাপাশি এটিও ছিল ব্যাকলেস। গাউনের বডিতে ফুলের কাজ, পিঠে একটি ধাতুর চেন, সঙ্গে ভলিউমিনাস স্কার্ট এবং পিছনে একটি লম্বা মাটি ছোঁয়া সুইপিং ট্রেন। তবে ইশার সাজে গয়নার সেরকম আধিক্য ছিল না। কানে একটি এয়ার অফ স্টেটমেন্ট হুপ দুল ছিল। সঙ্গে অল্প ছেড়ে রেখে চুল বেধেছিলেন তিন, পুরো চুল স্ট্রেট হলেও প্রান্তগুলি ছিল হালকা ঢেউ খেলানো। তাঁর মেকআপও হিল বেশ হালকা। স্পষ্ট করে আঁকা ভ্রু, চোখে মাস্কারা, ঠোঁটে হালকা লপস্টিক ও গালের উপর লাল টুকটুকে ব্লাস সঙ্গে হাইলাইটারে সেজে উঠেছিলেন ইশা।
আরও পড়ুন: 'আমাকে গালাগাল শুনতে হবে…' সায়নীর জয়ের পর ছবি পোস্ট বিতর্কে মুখ খুললেন স্বস্তিকা
প্রসঙ্গত, ১ থেকে ৩ মার্চ গুজরাটের জামনগরে বসেছিল অনন্ত ও রাধিকার প্রাক বিয়ের আসর। সেখানে বানিজ্য জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু বিখ্যাত সব ব্যক্তিত্বরা হাজির ছিলেন। উপস্থিত ছিলেন ক্রিকেটারাও।
মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেট, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্পও এসেছিলেন তাঁদের প্রাক-বিবাহের অনুষ্ঠানে। বিখ্যাত সঙ্গীত শিল্পী রিহানা পারফর্ম করেছিলেন। তাছাড়াও ভারতীয় সঙ্গীত শিল্পীদের মধ্যে দিলজিৎ দোসাঞ্ঝ, অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালও উপস্থিত ছিলেন।
তাছাড়াও তিন খান অর্থাৎ শাহরুখ খান, আমির খান ও সলমন খান একসঙ্গে অনুষ্ঠানে পারফর্ম করেন। উপস্থিত ছিলেন অক্ষয় কুমার, ঐশ্বর্য রাই, অভিষেক বচ্চন, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট, এমএস ধোনিও-সহ আরও অনেকে।