বেশির ভাগ মানুষই আবেগপ্রবণ বলিউড সিনেমা পছন্দ করেন, যেগুলি দেখলেই চোখে জল চলে আসে। মনে নানা অনুভূতির সঞ্চার হয়। ইশা আম্বানি কিন্তু বলিউডের সিনেমার ক্ষেত্রে একেবারেই এর ব্যতিক্রম নন। তবে তিনি যে ছবিগুলি দেখেন তার একটি সাধারণ বৈশিষ্ঠ হল সেখানে শাহরুখ খানকে প্রধান ভূমিকায় থাকতেই হবে।
তার পছন্দের ছবি-গান ইত্যাদি নিয়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির কন্যা জানান যে, বলিউডের যেসব ছবি তাঁর মনে আবেগ সঞ্চার করে সেগুলি তিনি দেখেন। সেই তালিকায় রয়েছে 'কুছ কুছ হোতা হ্যায়', 'কাভি খুশি কাভি গম' এবং 'কাল হো না হো'৷ এগুলির মধ্যে প্রথম দুটি ছবির পরিচালক হলেন করণ জোহর এবং শেষটি নিখিল আডবানী।
আরও পড়ুন: ‘একে কেউ এখনই বাড়ি পাঠাও…’! অনুষ্কাকে ভিডিয়ো কলে হারিকেন ঝড় দেখালেন বিরাট
ইশা তাঁর প্রিয় ছবির পাশাপাশি কী ধরনের গান পছন্দ করেন সে কথাও জানান। তাঁর পছন্দ 'গো-টু কারাওকে গান'। প্রিয় গানের প্রসঙ্গে বলতে গিয়ে ইশা বলেন, 'আমি করণ এবং ধর্মা প্রোডাকশনের ভক্ত, তাই তাঁর যে যেকোনও ছবির গান আমি অনেক সময় উচ্চ স্বরে গেয়ে থাকি।"
ইশা আম্বানি পাপারাৎজিদের বিষয়েও কথা বলেছেন। বিশেষ করে সামনেই তাঁর ছোট ভাই অনন্ত আম্বানির বিয়ে। পাশাপাশি তিনি 'মি-টাইম' কীভাবে কাটান তাও জানান, কথা বলতে গিয়ে তিনি বলেন, 'আমি নিজের মতো থাকি, ঘরে বসে বসে ইনস্টাগ্রাম স্ক্রোল করি।' এসবের পাশাপাশি তাঁকে প্রশ্ন করা হয় একটি সুপার পাওয়ার যদি তাঁকে দেওয়া হয় তাহলে তিনি কী চাইবেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন 'অদৃশ্যতা' কারণ তাঁর মতে, 'এক জায়গা থেকে আর এক জায়গায় অদৃশ্য হয়ে ভেসে যাব, কেউ বুঝতেও পারবে না।'
আরও পড়ুন: সিদ্ধার্থর উপর ‘কালা জাদু’ করেছে কিয়ারা! ভয়ে ৫০ লাখ টাকা পাঠাল ভক্ত, বড় প্রতারণা
এসবের পাশাপাশি তিনি আইভিএফ (ইন-ভিট্রো ফার্টিলাইজেশন) এর মাধ্যমে তাঁর যমজ সন্তান আদ্যাশক্তি এবং কৃষ্ণের জন্ম বিষয়েও মুখ খুলেছেন। ভোগ ইন্ডিয়াকে বলেন, 'আমার যমজ সন্তান হওয়ার সময় আমি IVF-এর মাধ্যমে গর্ভধারণ করি। আর এই বিষয় নিয়ে আমি কথা বলি, কারণ এভাবেই এটিকে স্বাভাবিক করতে হবে, তাই না? এটা নিয়ে তো লজ্জা পাওয়া উচিত নয়। এটা একটা কঠিন প্রক্রিয়া। যখন এটির মধ্য দিয়ে কেউ যান, তখন শারীরিকভাবে অনেকটা ক্লান্তি কাজ করে।'