অনেকেই বলেছিলেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়েতে নাকি কেউই সব্যসাচীর কোনও পোশাক পরেননি। তবে শেষ দিনে সেই ভুল ভাঙলেন খোদ মুকেশ আম্বানির কন্যা ইশা।
অনন্ত রাধিকার রিসেপশনে ইশার সাজ
ইশা আম্বানি তাঁর ভাইয়ের এই বিয়ের অনুষ্ঠানে বারংবার তাঁর পোশাক, গয়না এবং সাজ দিয়ে নজর কেড়েছেন সবার। কখনও মায়ের গয়না পরেছিলেন। কখনও বিশালাকার ডায়মন্ডের সেট পরেছেন। কখনও আবার মণীশ মালহোত্রার পোশাকে তাক লাগিয়েছেন। ব্যাড যায়নি আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। তবে শেষ দিনে তিনি চমক দিলেন সব্যসাচীর ডিজাইন করা লেহেঙ্গা পরে।
ইশার জন্য সব্যসাচী এই থ্রি ডি লেহেঙ্গা ডিজাইন করেছিলেন। ব্লাউজটি ছিল ভি নেকের। সঙ্গে লেসের কাজ দেখা যায় গোটা লেহেঙ্গা জুড়ে। বড় বড় গোলাপের কাজ দেখা যায় লেহেঙ্গা জুড়ে। এই পোশাকের সঙ্গে ডায়মন্ডের হার, কানের এবং টিকলি পরেছিলেন আম্বানি কন্যা। বাদ যায়নি আংটিও।
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে 'গো-মাতা'র সেবা শ্রেয়ার! আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন ২ বাছুরকে
অনন্ত রাধিকার বিয়ে প্রসঙ্গে
অনন্ত আম্বানি রাধিকা মার্চেন্ট গত ১২ জুলাই বিয়ে করলেন। গত শুক্রবার মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসেছিল তাঁদের বিয়ের আসর। তিন দিন ধরে চলল বিয়ে। শুভ বিবাহ দিয়ে অনুষ্ঠান শুরু হওয়ার পর ১৩ জুলাই অনুষ্ঠিত হয় শুভ আশীর্বাদ অনুষ্ঠান। এবং মঙ্গল উৎসব বা রিসেপশন অনুষ্ঠিত হয় ১৪ জুলাই।
এর আগে তাঁদের দুটো প্রিওয়েডিং আয়োজিত হয়েছে। একটি গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয়েছে এক সপ্তাহ ধরে। আরেকটি ইতালির আলিশান ক্রুজে। সমস্ত অনুষ্ঠানের ছবি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বর্তমানে ভাইরাল। বিয়ের আগে সঙ্গীত থেকে শুরু করে গায়ে হলুদ, গরবা অনুষ্ঠান, গ্রহ শান্তির পুজো সবই অনুষ্ঠিত হয়ে গিয়েছে। রিপোর্ট অনুযায়ী আন্তর্জাতিক গায়ক যেমন অ্যাডেলে, ড্রেক, লানা ডেল রে পারফর্ম করছেন অনন্ত রাধিকার বিয়েতে। এছাড়া বেশ কিছু ভারতীয় সঙ্গীত শিল্পীরাও ছিলেন। শ্রেয়া ঘোষাল প্রিওয়েডিংয়ের পর অনন্ত রাধিকার বিয়েতেও পারফর্ম করেছেন। এছাড়া ছিলেন সোনু নিগম, শঙ্কর মহা দেবন, হরিহরণ, কৌশিকী চক্রবর্তী, প্রমুখ।