Isha Ambani: হঠাৎ দেখলে মডেল ভেবেই ভুল করবেন! অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে মু্গ্ধ করলেন আম্বানি কন্যা ইশা
Updated: 22 Jun 2024, 08:04 PM ISTকেটি পেরি পারফরম্যান্সের দিন ইশা যে গাউনটি পরেছিলেন, সেটা আনন্দ পিরামলের সঙ্গে নিজের বিয়ের অনুষ্ঠানে পোশাক। সেই কাস্টম ক্যুচার ডিওর গাউনটিই আরও একবার পরেছিলেন ইশা। যে গাউনে তাঁদের নাম ও বিয়ের তারিখ এমব্রয়ডারি করা ছিল। ড্রেসের সঙ্গে ছিল মুক্তর বেল্ট।
পরবর্তী ফটো গ্যালারি