বাংলা নিউজ > বায়োস্কোপ > Ishaa Saha Birthday: জন্মদিনের ভালোবাসা প্রজাপতি বিস্কুটে ফেরালেন ইশা, ভক্তদের সঙ্গে কাটালেন বিশেষ দিন

Ishaa Saha Birthday: জন্মদিনের ভালোবাসা প্রজাপতি বিস্কুটে ফেরালেন ইশা, ভক্তদের সঙ্গে কাটালেন বিশেষ দিন

কেক-উপহার-প্রজাপতি বিস্কুটে ৩৩-এর উদযাপন ইশার!

Ishaa Saha Birthday: ৩৩ বছরে পা দিলেন ইশা সাহা। জন্মদিন উদযাপনের টুকরো ছবি এবং প্রজাপতি বিস্কুট দিয়ে সকলকে ধন্যবাদ জানালেন তাঁর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তোলার জন্য।

'এক মুঠো রোদ আর...' একটা মিষ্টি প্রেমের গান, আর মিষ্টি প্রেমের ছবি উপহার দিয়েছিল বাংলা বিনোদন জগতের অন্যতম সুন্দরী, ট্যালেন্টেড অভিনেত্রীকে। কার কথা বলছি? প্রজাপতি বিস্কুট ছবির ইশা সাহার কথা। এই ছবির হাত ধরেই ২০১৭ সালে তিনি টলিউডে পা রেখেছিলেন। মাত্র দুদিন আগে তাঁর জন্মদিন গেল। ৩৩ বছরে পা দিলেন অভিনেত্রী। তাঁর বিশেষ দিনে বহু মানুষের থেকে তিনি বহু শুভেচ্ছা বার্তা পেয়েছেন। সেটার প্রতি কৃতজ্ঞতা জানাতে তিনি তাঁর প্রথম ছবিকেই বেছে নিলেন। আসলে প্রথম যা কিছু সেটা ভীষণই বিশেষ হয়, তাই না?

গত রবিবার, ২৬ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন ছিল। গোটা দিন জুড়ে শুভেচ্ছা বার্তা, পোস্ট, ইত্যাদিতে ভরে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর সোমবার, ২৭ ফেব্রুয়ারি তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সকলকে সম্মিলিত ভাবে ধন্যবাদ জানাতে। এদিন সন্ধ্যায় তিনি একটি পোস্ট করে লেখেন, 'আমার তরফে সকলকে ধন্যবাদ। গতকাল আমায় যাঁরা যাঁরা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ। আমার দিনটিকে এভাবে বিশেষ করে তোলার জন্য আমি কৃতজ্ঞ। অনেক ভালোবাসা রইল সবাইর জন্য।'

তিনি যে ছবিগুলো পোস্ট করেছেন সেখানে তাঁকে একটি কালো টপ দিয়ে সাদা কালো ডুরে কাটা শাড়ি পরে থাকতে দেখা যায়। সঙ্গে তাঁর হাতে ধরা ছিল হৃদয় আকারের প্রজাপতি বিস্কুট। এই বিস্কুট নিয়েই তিনি বিভিন্ন পোজে ছবি দেন।

অনেকেই তাঁর এই পোস্টে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'আমার জন্য তো প্রেমে পড়া বরণ ছিল না কারণ আমার প্রেমে পড়া তো শাওনের উপর সেই কবে। আবার একবার শুভেচ্ছা নেবেন।' আরেক ব্যক্তি তাঁর এই পোস্টেই লেখেন, 'ইন্দু সিজন ৩ কবে আসবে?'

এদিন তিনি তাঁর অনুরাগীদের সঙ্গেও বিশেষ সময় কাটান। তাঁরাও তাঁকে উপহারে, শুভেচ্ছায় ভরিয়ে তোলেন। তাঁদের সঙ্গেও পোজ দিয়ে ছবি তুলতে দেখা যায় গোলন্দাজ খ্যাত নায়িকাকে।

বন্ধ করুন