বাংলা নিউজ > বায়োস্কোপ > Ishaa Saha on Social Media: 'কোথাও সীমারেখা দরকার', সোশ্যাল মিডিয়া নিয়ে কী মনে করেন ইশা?

Ishaa Saha on Social Media: 'কোথাও সীমারেখা দরকার', সোশ্যাল মিডিয়া নিয়ে কী মনে করেন ইশা?

সোশ্যাল মিডিয়া নিয়ে কী মনে করেন ইশা?

Ishaa Saha on Social Media: সোশ্যাল মিডিয়া নিয়ে কী ভাবেন ইশা সাহা এবার সেটা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। বললেন তাঁর সোশ্যাল মিডিয়া থাকুক তাঁর ছবি প্রচারের জন্য। আর ব্যক্তিগত জীবন? সে বিষয়ে কী বললেন অভিনেত্রী?

আর কিছুদিনের অপেক্ষা তারপরই মুক্তি পেতে চলেছে ইশা সাহা অভিনীত ছবি মিথ্যে প্রেমের গান। আগামী ১০ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে এই ছবিটি। মুখ্য ভূমিকায় তাঁর সঙ্গে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য এবং গৌরব চক্রবর্তীকে। এই ছবিটির পরিচালনা করেছেন রমা নেওটিয়া। এটি একটি মিউজিক্যাল রোমান্টিক ঘরানার ছবি। সুরেলা প্রেমের গল্পটিতে অভিনেত্রীকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায়।

মিথ্যে প্রেমের গান ছবিতে ইশার চরিত্রের নাম অন্বেষা। এই ছবিতে ইশা সাহাকে একটি সংলাপ বলতে শোনা গিয়েছিল। সেখানে তিনি বলেছিলেন, 'তোমার আর কিচ্ছু ফিল হয় না, শুধু ভয় ফিল হয়।' কিছুদিন আগে এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে। সেখানেই অভিনেত্রীকে এই সংলাপ বলতে শোনা গিয়েছে। অন্বেষা ভয় পেলেও, বাস্তবে ইশা কীসে ভয় পান?

এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী এবিপি আনন্দকে বলেন, 'জীবনটা ভীষণ বেশি পাবলিক হয়ে গিয়েছে। আমি জানি না কতদিন নিজেকে আটকে রাখতে পারব। আমি ব্যক্তিগত জীবন নিয়ে অতটা খোলামেলা নই।' তিনি একই সঙ্গে বলেন, 'আমার মনে হয় কিছু অনুভূতি ব্যক্তিগত থাকা ভালো। সেটা দরকার। আর সেই ব্যক্তিগত স্পেসে আমিই থাকব। কিন্তু দুঃখের বিষয় যত দিন যাচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের অতিরিক্ত মেলে ধরছি। আর যেভাবে মেলে ধরছি তাতে আমার সত্যি খুব ভয় করে যে সোশ্যাল মিডিয়া আমার ঘরে না ঢুকে পড়ে।'

কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখেন কীভাবে? ব্যক্তিগত জীবন আর সোশ্যাল মিডিয়া আলাদা রাখার উপায় কী? এই বিষয়ে অভিনেত্রী বলেন, 'সোশ্যাল মিডিয়ার উপর আজকাল ছবির প্রচার ভীষণ নির্ভর করে। তাই এই মাধ্যমটিকে আমি কেবলমাত্র কাজের জন্য ব্যবহার করি। অন্তত চেষ্টা করি, একই সঙ্গে আমার ছবি শেয়ার করতে ভালো লাগে এখানে। করিও সেটা। আর সেটা করি দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে।' আর ব্যক্তিগত জীবন? এই প্রসঙ্গে তিনি বলেন, 'আমার নিজের জীবনে কী ঘটছে সেটা আমি নিজের কাছে রাখতেই পছন্দ করি। কোথাও একটা সীমারেখা থাকা দরকার। ভীষণ দরকার। তাছাড়া মানুষ যদি আমার ব্যক্তিসত্তাকে জেনে যান তাহলে তাঁরা আমি যে চরিত্রেই অভিনয় করি না কেন সেটার সঙ্গে নিজেদের মেলাতে পারবেন না। এটা একজন অভিনেত্রীর জন্য মোটেই ভালো কথা নয়।' তিনি আরও বলেন, 'আমি নিজে মনে করি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকলে সেই আকর্ষণ বা ম্যাজিকটা বজায় থাকে।'

তবে কেবল সোশ্যাল মিডিয়া নয়, ইশা সাহা আরও একটি জিনিসকে ভয় পান। সেটা কী জানেন? অভিনেত্রীর কথায়, 'আমার মনে আরও একটা ভয় করে, নিজের শিকড়কে ভুলে যাওয়ার ভয় পাই আমি। আমি সবসময় চেষ্টা করি মাটিতে পা রেখে চলতে।'

বন্ধ করুন