ইশা সাহা সম্প্রতি মুখ খুললেন তাঁর পুজো প্ল্যানিং নিয়ে। জানালেন রাজ্যের এই পরিস্থিতিতে তাঁর কী পরিকল্পনা আছে। একই সঙ্গে বাদ দিলেন না মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরা মন্তব্য নিয়ে কথা বলতে।
আরও পড়ুন: 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! নিশানা সাধলেন কাকে?
কী জানালেন ইশা?
ইশা সাহা সম্প্রতি একটি সোনার গয়নার ব্র্যান্ডের প্রচারে গিয়েছিলেন। সেখানেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজি কর কাণ্ড নিয়ে নিজের মতামত জানালেন। একই সঙ্গে বললেন তাঁর পুজো প্ল্যানিং কী সেটাও। এই বিষয়ে কথা বলতে গিয়েই অভিনেত্রী প্রথমে বলেন, 'ফেস্টিভ মুড নেই কলকাতায়। তাও জীবন তো এগোবে। কিছু তো করার নেই। আমাদের কাজ করতে হবে, বেরোতে হবে। সবটাই আবার নর্মালাইজ করতে হবে। দেখা যাক। তবে আমার মনে হয় না পুজো সবার খুব ভালো কাটবে একটা। তাই কিছু প্ল্যান করিনি।'
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
মুখ্যমন্ত্রীর উৎসবে ফেরার নির্দেশ নিয়েও এদিন তিনি কথা বলতে ছাড়েন না। একই সঙ্গে কথা বলেন কোর্টে যে কেস চলছে সেটা নিয়েও। এই প্রসঙ্গে ইশা জানান, 'প্রথমত আমি সুপ্রিম কোর্টের রায় নিয়ে খুব একটা ভাবছি না। কারণ কেসটা শীর্ষ আদালতে চলছে না। ওখানে দেখা হচ্ছে যে কেসটার অগ্রগতি কতটা হল। আপডেট কী। কেস চলছে কিন্তু লোয়ার কোর্টে। তাই ওদিকে বেশি মন দেওয়া উচিত।' একই সঙ্গে জানান, 'চিকিৎসকদের ফেরা নিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেটা তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে যতটুকু বলার বলেছেন। তবে আমার মনে হয় এবার অন্যান্য দিকগুলো নিয়েও একটু কথা বলা উচিত। জাস্টিসের ডিমান্ড সেটা নিয়েও একটু ভাবা উচিৎ।'
ইশা এদিন পরিশেষে আরজি কর কাণ্ড নিয়ে অতিরিক্ত রাজনীতিকরণ হওয়ার প্রসঙ্গে তাঁর বক্তব্যে বলেন, 'রাজনীতি বাঙালিদের রক্তে আছে। তাই সবেতেই রাজনীতি ঢুকিয়ে দিই। কী আর করা যাবে?'
আরও পড়ুন: 'এই প্রথমবারের জন্য...', টেক্কার টিজার আসার আগেই বড় আপডেট দিলেন সৃজিত! দেবের ছবিতে থাকছে কোন চমক?