বাংলা নিউজ > বায়োস্কোপ > Ishaa Saha's New Photoshoot: ইশার নতুন ফটোশ্যুট! কমলা পোশাকে ফেটে বেরোচ্ছে গ্ল্যামার

Ishaa Saha's New Photoshoot: ইশার নতুন ফটোশ্যুট! কমলা পোশাকে ফেটে বেরোচ্ছে গ্ল্যামার

কমলা পোশাকে সবাইকে চমকে দিলেন ইশা

Ishaa Saha's New Photoshoot: ইশা সাহার নতুন রূপে মুগ্ধ সকলেই। কমলা রঙের একটি ফ্লেয়ার্ড ড্রেসে তাক লাগালেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে কোন কোন ছবি পোস্ট করলেন তিনি?

ইশা সাহার রূপে মুগ্ধ নন এমন বাঙালি যুবক খুঁজে পাওয়া একটু সমস্যার বইকি! সেই ইশাই এবার একদম নতুন রূপে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন। তাঁর এই রূপ দেখে ভক্তরা আরও মুগ্ধ হলেন। টলিউডে তিনি কাজ করছেন বেশিদিন মোটেই হয়নি, তবুও তার মধ্যেই তিনি সকলের মনে তাঁর অভিনয় এবং সৌন্দর্যের কারণে জায়গা করে নিয়েছেন। তৈরি হয়েছে বিপুল ভক্তকূল।

তবে জানেন কি ইশার ভক্তরা তাঁর অভিনয় এবং সৌন্দর্য ছাড়াও আরও একটি জিনিসে মুগ্ধ, সেটা হল তাঁর দুর্দান্ত ড্রেসিং সেন্স। বিভিন্ন পোশাকেই তিনি সকলের নজর কাড়েন। এবার যেমন একটি কমলা রঙের ফ্লেয়ার্ড ড্রেস পরে সকলকে তাক লাগিয়ে দিলেন।

সাধারণ মানুষ অনেক সময়ই অভিনেতা, অভিনেত্রীদের ফলো করে থাকেন। মূলত তাঁরা কী পরছেন, কেমন সাজছেন সেই দিকে তাঁদের নজর থাকে। আর পছন্দের অভিনেতা বা অভিনেত্রীর সাজ পছন্দ হলে তাঁরাও নিজেদেরকে সেই একই সাজে সাজাতে চান। এবার তেমনই এক সাজে সামনে এলেন ইশা সাহা। যা দেখে সকলেই মুগ্ধ হয়েছেন।

ইশা তাঁর সাম্প্রতিকতম ফটোশ্যুটে একটি কমলা রঙের ড্রেস পরেছিলেন। সেখানে গলার কাছে এবং হাতায় সাদা রঙের ক্রুশের কাজ করা পাড় বসানো ছিল। জামার নিচেও ডাবল লাইনে এক ক্রুশের কাজ বসানো ছিল। তাঁর পরনের এই জামাটায় বেশ অনেকটা ঘের দিয়েছিল যা গোটা লুকটাই একদম পাল্টে দিয়েছিল। এই কমলা জামায় সাদা রঙের স্ট্রাইপ ছিল। তবে নজর কেড়েছে জামাটার নেকলাইন। এই ড্রেসের সঙ্গে তিনি কানে একটি ঝুমকো পরেছিলেন। সাইডে সিঁথি করে চুল আঁচড়ানো ছিল তাঁর। খোলা চুল তাঁর সেই মুগ্ধ করা হাসি হেসেই ক্যামেরার জন্য পোজ দিলেন অভিনেত্রী। তাঁর সৌন্দর্য যেন উপচে পড়ছিল। যাঁরা নতুন নতুন ধরনের পোশাক পরতে পছন্দ করেন, সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করেন তাঁদের তো ইশার এই সাজ নোট করতেই হবে!

তবে এটা যে প্রথমবার সেটা নয়। তিনি এর আগেও কখনও জ্যাকেটের সঙ্গে শাড়ি পরে তাক লাগিয়েছেন, তো কখনও জিন্সের সঙ্গে শাড়ি পরে অনন্য রূপে ধরা পড়েছেন। বারংবার ছক ভাঙা স্টাইলে দেখা গিয়েছে তাঁকে।

বন্ধ করুন