কথাতেই আছে প্রেম আর বিরহ নাকি কখনোই চাপা থাকে না! তবে সেই প্রেম বা ভালোবাসা যখন কাদা ছোড়াছুড়ির পর্যায়ে পৌঁছয়, তখন আগ্রহ আরও বাড়ে। ঠিক যেমনটা হয়েছে ইন্দ্রনীল সেনগুপ্ত ও ইশা সাহা-র ক্ষেত্রে। বছর তিন আগে হঠাৎই দুজনের প্রেম-চর্চা তুঙ্গে ওঠে। শোনা যেতে শুরু করে যে, ইন্দ্রনীলের সঙ্গে তাঁর স্ত্রী বরখা বিস্তের ডিভোর্সও হচ্ছে এরই কারণে। এমনকী, বরখা নিজেও এক পডকাস্টে ইশার নাম করেছেন। যদিও এই ‘রটনা’ হাওয়ায় উড়িয়ে দিয়েছেন ইন্দ্রনীল ও ইশা দুজনেই।
সম্প্রতি নিবেদিতা অনলাইনের কাছে এক সাক্ষাৎকারের সময় ইশা-কে ফের প্রশ্ন করা হয়েছিল ইন্দ্রনীলকে নিয়ে। ইশা এবারও বেশ ঘুরিয়ে জবাব দেন। অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘চললে শুনতেই পাবে। লহ গৌরঙ্গ একসঙ্গে করেছি আমরা। তার আগে তরুলতার ভূত করেছি, তখন ওকে চিনতামই না। কো অ্যাক্টর। শেষ শ্যুটিংয়ের সময় আমরা দু-একটা কথা বলেছি।’
ইশাক প্রশ্ন করা হয়, ‘তাহলে আমি কি ভুল জানতাম তোর সঙ্গে ইন্দ্রনীলের সম্পর্ক আছে?’ তাতে অভিনেত্রী জবাব দেন, ‘যদি ঠিক হয় সেটাও তুমি জানতে পারবে, ভুল হলেও জানতে পারবে। কারণ এটা নিয়ে লোকে এত কথা বলে, আমি আর এটা নিয়ে কথাই বলি না! আমার মনে হয়, তোমাদের যা বোঝার বোঝো। আমি বললে কি তুমি মানবে? মানবে না। তাই আমি কিছুই বলব না।’
প্রসঙ্গত, সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে ডিভোর্স নিয়ে খোলাখুলি কথা বলেছিলেন বরখা। এমনকী জানান যে, ইন্দ্রনীল ঠকিয়েছে জানার পরও তিনি নিজেদের বিবাহিত জীবনকে একটা সুযোগ দিতে চেয়েছিলেন। স্পষ্ট করে দেন, বিয়ে থেকে বেরনোর সিদ্ধান্ত এসেছে বিপরীত দিক থেকেই। আর তাঁর হাতে থাকলে, তিনি এখনও বিয়েতেই থাকতেন। এই পডকাস্টে যখন সরাসরি ইশার নাম করে বরখাকে প্রশ্ন করা হয়, তাঁর জবাব ছিল, ‘আমি জিজ্ঞেস করেছিলাম (ইন্দ্রনীলকে)। আর যে উত্তর এসেছিল তা সন্তুষ্টিজনক নয়।’