অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে অনন্যা পাণ্ডের সম্পর্কের গুঞ্জন টিনসেল টাউনে বহুদিন ধরে। তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডে জল্পনার শেষ নেই।‘খালি পিলি’ ছবিতে ইশান খট্টর এবং অনন্যা পান্ডেকেও একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল। তবে এবার মনে হয় সমস্ত জল্পনায় সিলমোহর দিতে চলেছেন এই দুই বলি-তারকা। অন্তত সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁদের পরস্পরের জন্য করা কমেন্ট তো সেই ইঙ্গিতই দিচ্ছে।
সম্প্রতি, নিজের সদ্য হওয়া ফটোশ্যুটের ঝাঁ চকচকে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনন্যা। নেটপাড়ার বহু বাসিন্দা এই পোস্টের প্রশংসায় পঞ্চমুখ হলেও নজর কেড়েছে ঈশানের কমেন্ট। তিনি যে অনন্যার 'ডেনিম লুক' দেখে পুরোপুরি ঘায়েল হয়েছেন, তার স্পষ্টভাবে নিজের করা কমেন্টে লিখেছেন ঈশান। তার পাল্টা জবাবে অনন্যাও ঈশানকে বলেছেন 'কিউটি'। সঙ্গে শাহিদের ভাইয়ের উদ্দেশে একটি হৃদয় এফোঁড় ওফোঁড় করা তীরের ইমোজি জুড়ে দিতেও ভোলেননি 'গেহরাইয়া'-র নায়িকা। আর বুদ্ধিমান মানুষ মাত্রেই জানেন এই ইমোজির সঠিক অর্থটি ঠিক কী। কিছুদিন আগে শোনা গিয়েছিল রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন এই দু'জন।

প্রসঙ্গত, আর কয়েকদিনের মধ্যে মুক্তি পাবে অনন্যার নয়া ছবি 'গেহরাইয়া'। শকুন বাত্রা পরিচালিত সেই ছবিতে অনন্যার পাশাপাশি দেখা যাবে দীপিকা পাড়ুকোন,সিদ্ধান্ত চতুর্বেদী-দের। অন্যদিকে, ঈশানের হাতে রয়েছে 'ফোন ভূত', 'পিপ্পা'-র মতো একাধিক ছবি। 'ফোন ভূত'-এ ঈশানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে ক্যাটরিনা কাইফ এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। অন্যদিকে, 'পিপ্পা'-তে ঈশানের পাশাপাশি অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর।