বাংলা নিউজ > বায়োস্কোপ > নতুন রূপে ঈশান! পর্দায় ফুটে উঠবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, প্রকাশ্যে 'পিপা'র টিজার

নতুন রূপে ঈশান! পর্দায় ফুটে উঠবে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ, প্রকাশ্যে 'পিপা'র টিজার

প্রকাশ্যে ঈশানের নতুন ছবির টিজার।

রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এই ছবিতে ঈশান এবং ম্রুনালের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোনি রাজদান, প্রিয়াংশু পেনউলির মতো তারকারা।

স্বাধীনতা দিবসে প্রকাশ্যে এল ঈশান খট্টর এবং ম্রুনাল ঠাকুর অভিনীত 'পিপা'র প্রথম ঝলক। ১৯৭১ সালে ভারত-পাকিস্তানের যুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হবে ছবির গল্প। চলতি বছরে ২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

রাজা কৃষ্ণ মেনন পরিচালিত এই ছবিতে ঈশান এবং ম্রুনালের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোনি রাজদান, প্রিয়াংশু পেনউলির মতো তারকারা। মিনিট খানেকের টিজার ভিডিয়োয় ক্যাপ্টেন বলরাম সিংহ মেহতা হিসেবে নজর করেছেন ঈশান। এই প্রথম তাঁকে এ ধরনের একটি চরিত্রে দেখা যাবে।

ছবি জুড়ে থাকবে আবেগের ওঠাপড়া আর যুদ্ধের দৃশ্য। ঈশানকে দেখা যাবে বীর যোদ্ধা চরিত্রে। যিনি তৎকালীন পূর্ব পাকিস্তানকে মুক্ত করতে সৈন্যদের নেতৃত্ব দেবেন। ছবির প্রথম ঝলকেই শোনা যাবে মুক্তিযুদ্ধের 'জয় বাংলা' ধ্বনি। সোনিকে দেখা যাবে ঈশানের মায়ের চরিত্রে। ম্রুনাল অভিনয় করবে তাঁর বোনের ভূমিকায়।

নতুন ছবির টিজার ইনস্টাগ্রামে ঈশান লিখেছেন, 'এই ছবিতে কাজ করে যা অভিজ্ঞতা সঞ্চয় করেছি, তার জন্য আমি কৃতজ্ঞ। এ রকম অসাধারণ একটি টিমের সঙ্গে কাজ করা স্বপ্নের মতো। আমি কৃতজ্ঞ। ভালোবাসায় ভাসছি।'

(আরও পড়ুন: আলিয়া-ক্যাটরিনা-প্রিয়াঙ্কার সঙ্গে ‘জি লে জারা’র গল্প বলবেন ইশান খট্টরও! কীভাবে?)

২০১৮ সালে বলিউডে পা রাখেন ঈশান। ধর্ম প্রোডাকশনসের প্রযোজনায় 'ধড়ক' তাঁর প্রথম ছবি। এর পর 'খালি পিলি', 'আ স্যুটেবল বয়'-এর মতো ছবি এবং সিরিজ রয়েছে তাঁর ঝুলিতে।

(আরও পড়ুন: এখানেই শুরু ভিক্যাট-এর প্রেম কাহিনি,তবু অন্য পুরুষের সঙ্গে করণের শো'তে ক্যাটরিনা)

বন্ধ করুন