চলতি বছর মার্চে শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল ওয়ার ড্রামা ফিল্ম ‘পিপ্পা’র। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ইশান খট্টর, ম্রুণাল ঠাকুর এবং প্রিয়াংশু পেইনিউলি। কিন্তু করোনার জেরে শ্যুটিং পিছিয়ে যায়। যদিও রিপোর্ট বলছে, চলতি বছর সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা রয়েছে ছবির শ্যুটিং।
এক দৈনিক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, অগস্টের মাঝামাঝি সময় থেকে রিডিং সেশন শুরু করবেন অভিনেতারা। ছবির গল্প এবং যুদ্ধের কমব্যাট অ্যাকশন সিনের প্রস্তুতি নেবেন তাঁরা। অভিজ্ঞ ব্রিগেডিয়ার বলরাম সিং মেহতার ওপর লেখা ‘দ্য বার্নিং শ্যাফে' বইয়ের উপর ভিত্তি করে তৈরি হবে চিত্রনাট্য। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘এয়ারলিফট’-এর পরিচালক রাজা কৃষ্ণ মেনন।
একাত্তরের ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপট উঠে আসবে ছবিতে। প্রথম সারির লড়াই এবং ৪৫তম ক্যাভালারি ট্যাঙ্ক স্কোয়াড্রনের একজন তরুণ ব্রিগেডিয়ারের ভূমিকায় অভিনয় করছেন ইশান। বলরাম সিং মেহতার চরিত্রে অভিনয় করবেন তিনি। ভাই-বোনদের সঙ্গে যিনি একাত্তরের লড়াইয়ে সামিল হয়ে প্রথম সারিতে দাঁড়িয়ে লড়েছিলেন।
রবিন্দর রন্ধাওয়া, তন্ময় মোহন এবং রাজা কৃষ্ণ মেননে লেখা গল্প ‘পিপ্পা’। যদিও ছবির শ্যুটিং পিছিয়ে যাওয়ায় অস্বস্তিতে রয়েছে পিপ্পার গোটা টিম। এবিষয় ইশান আগেই জানিয়েছেন, এই ধরণের চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে, ট্যাঙ্ক কমান্ডার ক্যাপ্টেন বলরাম মেহতা হতে পেরে তিনি সমৃদ্ধ।