রণবীর সিংয়ের পর এবার ইশান। জেন জি অভিনেতা সম্প্রতি দীপিকার বেটার হাফের মতোই কেবল অন্তর্বাস পরে একটি ফটোশ্যুট করেন। তবে সেই ছবি প্রকাশ্যে আসতেই ঘুম ছুটেছে নেটপাড়া। কী বলছে তাঁর ভক্তরা?
আরও পড়ুন: 'পোস্টটি আর আমাদের মধ্যে নেই', প্রতিবাদে পথে নামার হুমকি দিয়েও পোস্ট ডিলিট! শ্রীজাতকে তুলোধোনা ঝিলমের
কী ঘটেছে?
এদিন ইশান খট্টর তাঁর এই বোল্ড ফটোশ্যুটের বেশ কিছু ছবি পোস্ট করেন। সব ছবিগুলোই সাদা কালো। আর তাঁর পরনে কেবল অন্তর্বাস দেখা যাচ্ছে, বসে রয়েছেন একটি বিছানায়। তিনি এই ফটোশ্যুট ডার্টি ম্যাগাজিনের জন্য করেছেন। আর এই ফটোশ্যুটে তাঁর এই হট অবতার দেখে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরা। তিনি এই পোস্টের ক্যাপশনে লেখেন, 'NSFW (নট সেফ ফির ওয়ার্ক)। ডিজিটাল কভার ০৬।'
আরও পড়ুন: বিষ্ণুর জোড়া অবতারে ধরা দেবেন রণবীর! রামায়ণে দশরথ নয়, কোন চরিত্রে দেখা মিলবে অমিতাভের?
আরও পড়ুন: 'উৎসবে না', এদিকে খোঁপায় ফুল লাগিয়ে চুপিচুপি পুজোর শপিংয়ে গেলেন সোহিনী? সত্যিটা আসলে কী?
কে কী বলছেন?
অনেকেই ইশানের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'ও এত বেশি আন্ডাররেটেড কেন? কী ভীষণ হট ও।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'উফ! আগুন ঝড়ছে যেন! পুরো গরম লাগছে কেস!' তৃতীয় ব্যক্তি লেখেন, 'জেরেমি অ্যালেন হোয়াইটের দেশী ভার্সন। মারাত্মক হট।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'ফাওয়াদ খানকেও ভুলিয়ে দিলেন। আলাদাই লাগছে।' পঞ্চম ব্যক্তি লেখেন, 'রণবীরকে ছাপিয়ে গেছেন। দারুণ।'
ইশান খট্টরের কাজ
ইশানকে বর্তমানে নেটফ্লিক্সের একটি সিরিজে দেখা যাচ্ছে। সেখানে তিনি শুটার ডিভালের চরিত্রে অভিনয় করছেন। তাঁকে এর আগে ক্লাউডস, পিপ্পা, ডোন্ট লুক আপ, ইত্যাদি ছবি, সিরিজে দেখা গিয়েছে।
আরও পড়ুন: 'বাড়ি থেকে পেট পরিষ্কার করে আসবেন', 'বিকৃত'ভাবে বেণীমাধব পাঠ করে কটাক্ষের শিকার গৌতম! জবাবে বললেন...