ছোটপর্দার পরিচিত মুখ রণিতা দাস, যদিও দীর্ঘদিন টেলিভিশনে দেখা মেলেনি বাহার। ‘ইষ্টিকুটুম’ খ্যাত অভিনেত্রীকে সম্প্রতি ওটিটি-র পর্দা আর সোশ্যাল মিডিয়াতেই দেখা যায়। নতুন বছরের শুরুতেই মন খারাপ রণিতার। প্রিয়জনকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন তিনি। আরও পড়ুন-ডিভোর্সি দীপঙ্করকে গোপনে বিয়ে অহনার, লুকিয়ে ১ বছর! ফোন করতেই মা চাঁদনী বললেন…
শুক্রবার সোশ্যাল মিডিয়া পোস্টে দিদার মারা যাওয়ার খবর জানান রণিতা। অভিনেত্রী লেখেন, ২২ দিন ধরে হাসপাতালের বিছানায় কঠিন লড়াই লড়েছেন নিরুপমা দেবী। কিন্তু শেষরক্ষে হয়নি। ১৮ দিন ভেন্টিলেশনে থাকবার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।
রণিতা আবেগঘন পোস্টে দিদাকে স্মরণ করে লেখেন, '২২ দিন ধরে সাহসের সঙ্গে লড়াই চালিয়েছে হাসপাতালে। গত ১২ই ডিসেম্বর থেকে ভর্তি ছিল, ১৮ দিন ভেন্টিলেশনে থাকার পর আমার আদরের দিদা (নিরুপমা রায়) আজ আমাদের ছেড়ে চলে গেল। ওঁনার আত্মার শান্তি কামনা করি।
এই ক্রিসমাস, এই জন্মদিন, নিউ ইয়ারে দিদা আমাদের সঙ্গেই ছিল, আমার সব কথার উত্তর দিত মাথা নাড়িয়ে। যখন আমি হাসপাতালের বিছানায় ওঁনার হাত ধরে বসে থাকতাম, আমার ছেলেবেলার কথা মনে পড়ত। কী সুন্দর ছিল দিনগুলো। যখন দিদা আমার হাত ধরত, আমাকে আগলে রাখত, আর শর্তহীন ভালোবাসা আর আদরে ভরিয়ে দিত।'
আরও পড়ুন-‘টাকার থেকে বড় প্রতিভা দুটি নেই’, হতাশায় ছেড়েছিলেন ইউটিউব, নতুন বছরে নয়া উপলব্ধি ঝিলমের
দিদার মৃত্যুর মাঝেও রণিতার মনে একটা স্বস্তি। এতদিন পর দাদুর সঙ্গে হয়ত পরপারে দেখা হবে দিদার। তিনি লেখেন, 'আমি প্রচণ্ডভাবে দিদাকে মিস করব, তবে জানি দাদু এতদিন দিদার অপেক্ষা করছিল পরপারে, সেখানে নিশ্চিভাবে ওঁনার আত্মা শান্তি পাবে। এরপর রায় পরিবারের ঐতিহ্য আমার মধ্যে বেঁচে থাকবে। আমি গর্বিত, আমি আর্শীবাদ ধন্য যে আমি তাঁদের একমাত্র নাতনি, ওঁনারা দুজনেই বড় মনের মানুষ। আমি চিরকাল তাঁদের বাবু আর দাদু হয়ে থাকব। এবার থেকে ওঁনারা দেবদূতের মতো আমাকে ওপর থেকেই পথ দেখাবেন।'
দীর্ঘদিন অভিনেতা সৌপ্তিকের সঙ্গে সম্পর্কে ছিলেন রণিতা। তবে বছর দুয়েক আগে সম্পর্কে ইতি টানেন দুজনে। একসঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছিলেন প্রাক্তন জুটি। সৌপ্তিকের পর অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে রণিতার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও তা নেহাতই ভুয়ো, বলেই খবর টলিপাড়ার অন্দরে।