বাংলা নিউজ > বায়োস্কোপ > আন্দোলনের রোষে পুড়ে ছাই ফোকব্যান্ড জলের গানের রাহুল আনন্দের বাড়ি, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩০০০ বাদ্যযন্ত্র!

আন্দোলনের রোষে পুড়ে ছাই ফোকব্যান্ড জলের গানের রাহুল আনন্দের বাড়ি, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩০০০ বাদ্যযন্ত্র!

আন্দোলনের রোষে পুড়ে ছাই ফোকব্যান্ড জলের গানের রাহুল আনন্দের বাড়ি

Bangladesh-Joler Gaan: সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।

সোমবার, ৫ অগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা। আর তাঁর পদত্যাগের পরই অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। চলছে লুটতরাজ। হিন্দুদের বাড়িতে চালানো হচ্ছে আক্রমণ। বাদ গেলেন না জলের গান খ্যাত ফোক ব্যান্ডের গায়ক তথা বাদ্যযন্ত্রী রাহুল আনন্দ।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ার 'নেতিবাচক' প্রভাব! কঙ্গনাকে চড় মারার পর জওয়ানদের ফেসবুক ইনস্টাগ্রামে নজরদারি চালাচ্ছে CISF

আরও পড়ুন: বোনের মৃত্যুর দেড় বছর পার, ঐন্দ্রিলার স্মৃতি উসকে বৃষ্টিভেজা দিনে কী পোস্ট করলেন ঐশ্বর্য?

কী ঘটেছে রাহুল আনন্দের বাড়িতে?

এদিন সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ভিডিয়ো ভাইরাল হয় রাহুল আনন্দের বাড়ির। সেখানে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে দাউদাউ করে জ্বলছে রাহুল আনন্দের বাড়ি। আরেকটি পোস্টে জলের গানের গায়কের ছবি পোস্ট করে লেখা হয়, 'রাহুল আনন্দ দার বাড়িতে হামলা হয়েছে এবং তার ছোটবেলা থেকে এখন পর্যন্ত বানানো প্রায় তিন হাজার বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়।স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।'

আরও এক ব্যক্তি এদিন রাহুল আনন্দের পরিপাটি সাজানো গোছানো বাড়ির আগের একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে বাড়ির প্রতিটি দেওয়াল, কোণ জুড়ে রাখা নানা রকমের বাদ্যযন্ত্র। সঙ্গে ক্যাপশনে লেখা হয় 'আমি বিকাল ৪টার সময় Square hospital দাদাকে রিকশা করে নিয়ে আসতে দেখেছি। আমার এক ভাই জানালো দাদা বাসায় আগুন দিয়েছে। আমি দাদা মুখটা দেখে বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। কিন্তুু এত বড়ো অন্যায় হবে বুঝতে পারি নাই। এখন বিচার কে করবে।' যাঁরা কম বেশি বাংলা ব্যান্ডের গান শোনেন তাঁদের কাছে জলের গান নামটি নতুন নয়। বিশেষ করে এঁরা যেভাবে বিভিন্ন ধরনের ফোক বাদ্যযন্ত্র ব্যবহার করে গান পরিবেশন করেন। সেখানে এ হেন খবর যে সকল গান প্রেমীদের কাছেই মর্মান্তিক সেটা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: লাল, মেটে, মেরুন নয়, একেবারে বেগুনি রঙের সিঁদুর পরলেন অঙ্কিতা! ছবি পোস্ট করতেই কটাক্ষের শিকার পবিত্র রিশতার নায়িকা

প্রসঙ্গত গত মাসে কোটা আন্দোলনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ। মাঝে সেই আন্দোলনের আঁচ কিছুটা স্তিমিত হলেও ধিকিধিকি জ্বলছিলই। পরে সেটা হাসিনার পদত্যাগ আন্দোলন হয়ে ওঠে। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্তফা দিয়ে বোনের সঙ্গে ভারতে পালিয়ে আসেন। তারপর সেদেশের গণ ভবন দখল করে নেয় উত্তাল জনতা। একই সঙ্গে শুরু হয় সেদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার। মন্দির ভেঙে ফেলা হয়। হিন্দুদের বাড়ি ভেঙে ফেলা বা আগুন ধরিয়ে দেওয়া হয়। এই নিয়ে ওপার বাংলার একাধিক তারকা সরব হয়েছেন।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.