বউমা গওহর খানকে নিয়ে সুরকার ইসমাইল দরবারের সাম্প্রতিক মন্তব্যের জেরে তোলপাড়া সোশ্যাল মিডিয়া। লম্বা সময় পর ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে দেবদাস ছবির সঙ্গীত পরিচালক। ইসমাইল দরবারের চিন্তাভাবনাকে ‘নারীবিদ্বেষী’ তকমা দিয়ে সমালোচনার ঝড় সর্বত্র।
সাংবাদিক ভিকি লালওয়ানির সাথে সাম্প্রতিক সাক্ষাত্কারে দরবার গওহরের প্রশংসা করে জানান, বউমা একজন নিবেদিত প্রাণ স্ত্রী এবং মা। তবে বিয়ে এবং মাতৃত্বের পরে মহিলাদের কাজ চালিয়ে যাওয়াকে সমর্থন করেন না ইসমাইল। কী বলেছেন তিনি? আলাপচারিতায় সুরকার বলেন, ‘আমি পিছিয়ে পড়া পরিবার থেকে এসেছি। যখনই কোনও সিনেমায় কোনও কামুক দৃশ্য আসত তখনই আমরা মুখ ফিরিয়ে নিতাম। আজও আমাদের বাড়িতে এমনটাই হয়। গওহর এখন আমাদের পরিবারের অংশ, এবং ওর সম্মান আমাদের পরিবারের সম্মান। আমি তাকে বলতে পারি না যে কাজ করবেন না, সেই অধিকার কেবল ওর বর জায়েদের।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি এমন কিছু দেখা এড়িয়ে যাই যা আমাকে বিরক্ত করতে পারে কারণ আমি জানি যে আমি এটি সহ্য করতে সক্ষম হব না এবং যদি আমি এটি সহ্য করতে না পারি তবে আমি তাদের মুখোমুখি হব’।
দ্বিতীয় স্ত্রী আয়েশার উদাহরণ টানেন ইসমাইল, যিনি মা হওয়ার পরে তার কেরিয়ারের জলাঞ্জলি দিয়েছেন। উদাহরণ হিসাবে তিনি বলেছেন আয়েশা পরিবারের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছেন।
সাক্ষাত্কারের টুকরোগুলি অনলাইনে প্রকাশিত হওয়ার পরপরই, নেটিজেনরা সংগীতশিল্পীর বক্তব্যের কড়া সমালোচনা করেছিলেন। একজন রেডিট ব্যবহারকারী লিখেছেন, ‘গহওর এই পরিবারের সবচেয়ে বিখ্যাত এবং দক্ষ ব্যক্তি’। আরেকজন প্রশ্ন করেন, ‘জায়েদকে কাজ করার অনুমতি বা বাধা দেওয়ার অধিকার কে দিয়েছে? তিনি একজন প্রাপ্তবয়স্ক, নাবালিকা নয়।’ অনেকেই ইসমাইল দরবারের ‘পিতৃতান্ত্রিক মানসিকতা’ মানসিকতার সমালোচনা করেছেন।
আরেকজন রেডিটার মন্তব্য করেছেন, ‘নাগমার এখনও দৌড়ানোর সময় রয়েছে’। ইসমাইলের আরেক ছেলে আওয়েজ বিগ বসের বাড়িতে নাগমা মিরাজকরকে প্রেম প্রস্তাব দিয়েছিলেন।
গওহর খান এবং জায়েদ দরবারের লাভস্টোরি শুরু কোভিড লকডাউনে। আলাপের মাস কয়েকের মধ্যেই, ২০২০ ডিসেম্বরে বিয়ে করেছিলেন তাঁরা। জানা গেছে, একটি মুদি দোকানে দুজনের দেখা হয়েছিল, যেখানে মাস্কে মুখ ঢাকা গওহরকে দেখে জায়েদের ‘সবচেয়ে সুন্দরী মহিলা’ বলে মনে হয়েছিল। দুজনের বয়সের ফারাক বাধা হয়নি এই সম্পর্কে। এই দম্পতি ২০২৩ সালের মে মাসে তাদের প্রথম সন্তান, ছেলে জেহানকে স্বাগত জানান। গত মাসেই ফের সন্তানসুখ লাভ করেছেন এই দম্পতি।