বলিউডের পরিচিত নাম ইসমাইল দরবার। অভিনেত্রী গওহর খানের শ্বশুর মশাই সম্প্রতি মুখ খুলেছেন নিজের ব্যক্তিগত জীবন নিয়ে। ‘হাম দিল দে চুকে সনম’ খ্যাত এই মিউজিক ডিরেক্টরের ব্যক্তিগত জীবন হামেশাই থেকেছে বিতর্কের কেন্দ্রে।
দ্বিতীয় বিয়ে ও স্ত্রী আয়েশার ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে খোলামেলা কথা বলেছেন সংগীত পরিচালক। ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসমাইল বলেন, আয়েশা (প্রীতি) কোনও চাপে পড়ে নয়, বরং স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।
ইসমাইল স্পষ্ট জানান, যখন তিনি আয়েশার সাথে দেখা করেছিলেন, তখন তাঁর প্রথম স্ত্রী ফারজানার সাথে দূরত্ব তৈরি হয়েছিল, এক ছাদের তলায় থাকলেও আলাদাই থাকতেন দুজনে। যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তাঁদের ছেলেরা তার ২য় বিয়ের সিদ্ধান্ত মেনে নিয়েছিল কিনা? সুরকার দুই ছেলের পরিপক্কতার জন্য তাঁদের প্রশংসা করেন। তিনি আরও বলেন, ফারজানার সঙ্গে তাঁর বিচ্ছেদ ছিল মূলত মতের মিল না হওয়ার জেরে।
বিশ্বাসঘাতকতার অভিযোগ অস্বীকার করে ইসমাইল বলেন,'ফারজানার সাথে একদিন তর্কের পরে, আমি আয়েশাকে ফোন করি এবং আমরা গাড়িতে ঘুরছিলাম। ঘণ্টাখানেক পর গাড়ি থামিয়ে আমি ওকে বিয়ের প্রস্তাব দিই। তিনি হ্যাঁ বললেন। সত্যি বলতে, আমার ওর প্রতি অনুভূতি জন্মেছিল'।
ইসমাইলের সঙ্গে সংসার করতে আয়েশা নিজের কেরিয়ার বিসর্জন দিয়েছেন। সঙ্গীতশিল্পীর কথায়, ‘তিনি আজও আমাকে পোশাক পরিয়ে দেন, তিনি আমার জুতোর ফিতা বেঁধে দেন। তিনি আমাদের সন্তানদের জন্য তাঁর গ্ল্যামার জগতের ক্যারিয়ারকে পিছনে ফেলে দিয়েছেন’। তিনি আরও বলেন, তার ছেলে আওয়েজ এবং জায়েদ দরবার বাবার দ্বিতীয় স্ত্রীকে ভালোবেসে 'আয়েশা মাম্মি' বলে ডাকেন। সৎ ভাই ইমানকেও আগলে রাখে দুই দাদা।
সঞ্জয় লীলা বনসালির ক্লাসিক হাম দিল দে চুকে সনাম (১৯৯৯) এবং দেবদাস (২০০২) এ তাঁর কাজের জন্য ব্যাপক স্বীকৃতি অর্জন করেছিলেন ইসমাইল দরবার, যা তাকে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার সহ একাধিক পুরষ্কার অর্জন করেছিল। চলচ্চিত্র ছাড়াও, তিনি বেশ কয়েকটি রিয়েলিটি শোতে বিচারক ছিলেন, যেমন সারেগামাপা, আমূল স্টার ভয়েস অফ ইন্ডিয়া ২, এবং ভারত কি শান: সিঙ্গিং স্টার সিজন ২। বিচারক হওয়ার পাশাপাশি, ইসমাইল বিগ বস সিজন ৩ এ প্রতিযোগী হিসাবেও অংশ নিয়েছিলেন।