বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ভুলভাল ছবি নয় এক ভিলেন রিটার্নস', কটাক্ষের জবাব দিলেন অর্জুন কাপুর

'ভুলভাল ছবি নয় এক ভিলেন রিটার্নস', কটাক্ষের জবাব দিলেন অর্জুন কাপুর

'এক ভিলেন রিটার্নস' ছবিতে অন্যতম মুখ্যভূমিকায় দেখা যাবে পর্যুন কাপুরকে। ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস

'এক ভিলেন রিটার্নস'-এ মুখ্যভূমিকায় দেখা যাবে জন আব্রাহাম এবং অর্জুন কাপুরকে।ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী অর্জুন। জানালেন কোনও হালকা চালের সিনেমা নয় কিংবা কোনও 'ভুলভাল ছবি' নয় 'এক ভিলেন রিটার্নস'।

২০১৪ সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল 'এক ভিলেন'। ছবির গল্প থেকে শুরু করে কলাকুশলীদের কাজ মনে ধরেছিল দর্শকদের। ছবির গান ও সুরেও বুঁদ হয়েছিল দর্শক। ফলে বক্স অফিসে সুপারহিটের তকমা পেতে দেশি বেগ পেতে হয়নি এই ছবিকে। এবার এই ছবির সিক্যুয়েল বানাতে চলেছেন মোহিত সুরি। প্রথমটির মতো এই ছবিরও পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। তবে 'এক ভিলেন'-এ মুখ্যভূমিকায় দেখা গেছিল সিদ্ধার্থ মালহোত্রা এবং রিতেশ দেশমুখকে। সেখানে 'এক ভিলেন রিটার্নস'-এ মুখ্যভূমিকায় দেখা যাবে জন আব্রাহাম এবং অর্জুন কাপুরকে। সম্প্রতি, এই ছবি নিয়ে মুখ খুললেন অর্জুন।

কোনও রাখঢাক না করে অর্জুন স্পষ্ট জানালেন এই ছবি নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। 'এক ভিলেন রিটার্নস' যে কোনও হালকা চালের সিনেমা নয় কিংবা কোনও 'ভুলভাল ছবি' নয় সে ব্যাপারে দৃঢ়ভাবে নিজের বক্তব্য রাখেন এই বলি-তারকা। 

বলিউড লাইফকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্জুন আরও বলেন,' এই ছবিতে আমি ছাড়াও রয়েছে জন আব্রাহাম, তারা সুতারিয়া, দিশা পাটানি। সবথেকে বড় কথা ছবির সঙ্গে জড়িত রয়েছে মোহিত সুরির মতো একজন পরিচালক। তাঁর পরিচালনার দক্ষতা কিংবা তাঁর তাঁর ছবির সুর নিয়ে নতুন করে কিছু বলার নেই। এই ছবির গল্প ও চিত্রনাট্য যেভাবে সাজিয়েছেন উনি তা এককথায় দারুণ। ছবির পরতে পরতে যেভাবে ট্যুইস্ট রয়েছে তা দেখে দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস। তাছাড়া 'এক ভিলেন রিটার্নস' পুরোপুরি বাণিজ্যিক কিংবা মসলা ছবি নয় যে গল্পের কোনও মাথামুন্ডু থাকবে না। জমাটি গল্পের সঙ্গে রয়েছে টানটান চিত্রনাট্য। আর ট্যুইস্টের কথা তো আগেই বলেছি!'

এককথায় এই ছবি নিয়ে যথেষ্ট আগ্রহী এবং আশাবাদী অর্জুন। সাম্প্রতিক সময়ে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের পরিচানায় ' সন্দীপ ঔর পিঙ্কি ফারার'-এ যথেষ্ট প্রশংসিত হয়েছে এই বলি-তারকার অভিনয়। নেটফ্লিক্সে ' সর্দার কে গ্র্যান্ডসন'-ও মুখ্যচরিত্রে দেখা গেছিল তাঁকে। এইমুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে 'ভূত পুলিশ' ছবিটি। যেখানে সইফ আলি খানের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে।

বায়োস্কোপ খবর

Latest News

'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এমন মানুষদের জীবনে..’,ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা ‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু বয়ফ্রেন্ডকে দিনে ১০০ বার ফোন, 'লাভ ব্রেন' এ আক্রান্ত প্রেমিকা! এটা আবার কী রোগ? আগামিকাল কেমন কাটবে? মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? ২৬ এপ্রিলের রাশিফল দেখে নিন

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.