১০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে ITA অ্যাওয়ার্ড। আগামী ২৩ ডিসেম্বর টেলিকাস্ট হবে এপিসোড। এমন একটি অ্যাওয়ার্ড শো যা টিভি, OTT এবং বলিউড ব্যক্তিত্বদের এক জায়গায় জড়ো করেছে। শিভাং যোশি, রোহিত শেট্টি, অর্জুন বিজলানি, রানি মুখোপাধ্য়ায়, কুনওয়ার অমরজিৎ সিং, শিব ঠাকরে, জান্নাত জুবায়ের, বিশাল আদিত্য সিং, তেজস্বী প্রকাশ, হৃতিক রোশন, স্মৃতি ইরানি, রাকেশ রোশন, সমৃদ্ধি শুক্লা, শেহজাদা ধীকা, আদনান খান, অর্চনা গৌতম, ডেইজি শাহ, ধীরাজ ধোপার, সুম্বুল তৌকির খান, অদিতি দেব শর্মা, নকুল মেহতা, শুভাঙ্গী আত্রে এবং আরও অনেক সেলেব এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
আইটিএ-তে কোন তারকা কী পুরস্কার জিতেছে, তা জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। পুরো তালিকাটি এখনও প্রকাশিত হয়নি, তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি এবং ভিডিয়ো থেকে কয়েকটি পুরষ্কারের বিষয়ে পরিষ্কার জানা যাচ্ছে। ‘ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়’তে অভিমন্যু চরিত্রে অভিনয়ের জন্য হর্ষদ চোপড়া ‘সেরা জনপ্রিয় অভিনেতা’ হিসেবে পুরস্কার পেয়েছেন। আরও পড়ুন: ভারত ঘুরে প্রশংসা করলেন আমেরিকান অভিনেতা, সেই ছবিতে বিশেষ মন্তব্য প্রধানমন্ত্রীর
'নাগিন ৬'-এ অভিনয়ের জন্য সেরা জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পুরস্কার পেয়েছেন তেজস্বী প্রকাশ। কথা আনকাহি-এর জন্য সেরা অভিনেত্রীর জুরি ফিমেল জিতেছেন অদিতি দেব শর্মা। তিনি কথা হিসেবে শোতে সকলের মন জয় করেছেন। ট্রফি হাতে রোহিত শেট্টির একটি ছবি ভাইরাল হয়েছে। মনে হচ্ছে তিনি সেরা হোস্টে হিসেবে বা সম্ভবত খতরন কে খিলাড়ি ১৩ সেরা রিয়েলিটি শো হিসাবে জিতেছেন।
শীঘ্রই সম্পূর্ণ বিজয়ীদের তালিকা প্রকাশিত হবে। শিবাঙ্গী জোশী এবং প্রণালি রাঠোড় এই বছর কোনও পুরস্কার পাননি। নকুল মেহতা এবং পরিতোষ ত্রিপাঠী আইটিএ অ্যাওয়ার্ডস ২০২৩-এর হোস্ট ছিলেন। এছাড়াও ইভেন্টের প্রধান অতিথি ছিলেন স্মৃতি ইরানি।
বাবা রাকেশ রোশনের সঙ্গে উপস্থিত ছিলেন হৃতিক রোশন। টিভি তারকা হর্ষদ, বিশাল আদিত্য সিং এবং অন্যরা হৃতিক রোশনের গানে পারফর্ম করেছেন।