মুক্তি পেল 'ইতি মেমোরিজ' এর ট্রেলার। সমদর্শী দত্তের পরিচালনায় আসছে এক হৃদয়স্পর্শী ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় রয়েছেন সৌম্য মুখোপাধ্য়ায় ও তানিকা বসু।
এক প্রবাসী বাঙালির কলকাতার সঙ্গে পরিচয় হওয়ার গল্প। প্রেমিকার টানে যে ছুটে এসেছে বিদেশ থেকে। যেদিন মল্লারের বিমান কলকাতার মাটি স্পর্শ করেছে, সেদিনই এক নির্মম পথ দুর্ঘটনা মৃত্যু হয় তাঁর প্রেমিকার। এরপর?
সেফ খেললেন কী আর মল্লারের প্রেমে পড়ত আহেরি! কলকাতার ওলি-গলি মল্লার চিনেছে আহেরির ভ্লগে। প্রবাসী বাঙালি মল্লার। তাঁর দীর্ঘ দিনের প্রেমিকা এবং বাগদত্তা আহেরি। আর আহেরির আবদার পূরণ করার জন্যই কলকাতাস আসা মল্লারের। কারণ দু সপ্তাহ পরেই তাঁদের বিয়ে। ভালোবাসার মানুষের ভালোবাসার শহরটিকে নিজের মতো করে চিনে নিতে চায় সে।
আরও পড়ুন: বিশ্বকাপ জয় আর্জেন্তিনার, শুভেচ্ছা জানালেন দেব, চঞ্চল থেকে সাহানারা, আবেগে ভাসল টলিউড
কথা ছিল মল্লারের এই কলকাতা ট্রিপে তার ট্যুর গাইড হবে আহেরি। মল্লারের বিমান কলকাতার মাটি স্পর্শ করার আগেই এক নির্মম পথ দুর্ঘটনায়ে মৃত্যু হয় আহেরির। আর তাতেই মানসিকভাবে ভেঙে পড়েন মল্লার। নিজের সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না আহেরির।
প্রেমিকার মৃত্যু পরই মল্লারের কলকাতা যাপনের আসল আরম্ভ, যে যাপন আসলে আহেরির দেখানো। আহেরির যাপনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। একাধিক ওঠা-পড়ার মধ্যে দিয়ে আরম্ভ হয় তার জীবনের এক নতুন জার্নি।
সিরিজে মল্লারের চরিত্রে অভিনয় করেছেন সৌম্য আর আহেরির চরিত্রে রয়েছেন তানিকা। এছাড়াও ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিজিৎ দত্ত, সুদীপা বসু, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার, শাব্বির বেইগ, মিঠুন দেবনাথ ও কৌশিক শীলকে।
ওয়েব সিরিজের পরিচালনায় সমদর্শী দত্ত। প্রযোজনায় ফিল্মস এন্ড ফ্রেমস। সিরিজের সিনেমাটোগ্র্যাফি করেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায় ও দীপ্যমান ভট্টাচার্য। সঙ্গীয়ের দায়িত্বে শ্রাবণ ভট্টাচার্য। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পাবে ‘ইতি মেমোরিজ’।