বাংলা নিউজ > বায়োস্কোপ > Vivek on Same Sex marriages: 'সমলিঙ্গে বিয়ে অপরাধ নয়', মোদী সরকারের বিরোধিতা করে টুইট বিবেকের, হাঁ সকলে!

Vivek on Same Sex marriages: 'সমলিঙ্গে বিয়ে অপরাধ নয়', মোদী সরকারের বিরোধিতা করে টুইট বিবেকের, হাঁ সকলে!

বিবেকের সাফ বক্তব্য

Vivek Agnihotri supports Same Sex marriages: সমকামী বিয়েকে বৈধ ঘোষণা করার পক্ষে সওয়াল করলেন বিবেক অগ্নিহোত্রী। সুপ্রিম কোর্টে চলছে শুনানি, সমলিঙ্গ বিয়ের বিরোধিতায় অনড় কেন্দ্র। 

এ যেন ভূতের মুখে রাম-নাম! সমলিঙ্গ বিয়ে নিয়ে কেন্দ্রের অবস্থানের বিরোধিতা করে টুইট করলেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ পরিচালক। যা দেখে অবাক অনেকেই। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলেই পরিচিত বিবেক অগ্নিহোত্রী, তবে এই ইস্যুতে সরকারের সঙ্গে নিজের চিন্তা-ভাবনা মেলাতে পারলেন না পরিচালক। 

সমলিঙ্গে বিয়ে সমাজে কতটা গ্রহণযোগ্য? এই বিয়ে স্বীকৃতি পাওয়ার যোগ্য কিনা তা নিয়ে মঙ্গলবার রায় দেবে সুপ্রিম কোর্ট। তার আগে বড়সড় মন্তব্য বিবেকের। সমলিঙ্গ বিয়ে আদালতের বিচার্য বিষয়ই নয়, এ কথা বলে সোমবারই সুপ্রিম কোর্টে আরও একটি হলফনামা দায়ের করেছে কেন্দ্র। সেখানে মোদী সরকার জানিয়েছে ছেলেরর সঙ্গে ছেলের বিয়ে, কিংবা মেয়ের সঙ্গে মেয়ের বিয়ে, এইগুলো আদতে ‘শহুরে বুর্জোয়া ধারণা’। এই নিয়ে বিবেক অগ্নিহোত্রী টুইট করেন, ‘না, সমলিঙ্গ বিয়ে মোটেই শহুরে বুর্জোয়া ধারণা নয়। এটা মানুষের প্রয়োজনীয়তা। হয়ত কোনও সরকারি বুর্জোয়া এই হলফনামা তৈরি করেছেন, যিনি কখনও ছোট শহর বা গ্রামে যাননি। কিংবা মুম্বই লোকালে চড়েননি। প্রথমত, সমলিঙ্গ বিয়ে কোনও ধারণা নয়, এটা প্রয়োজনীয়তা। এটা অধিকার। উন্নয়নশীল এবং স্বাধীন চিন্তাভাবনা ও সভ্যতার দেশ ভারতে সমলিঙ্গ বিয়ে খুব নর্ম্যাল একটা ব্যাপার, এটা কোনও অপরাধ নয়’। 

সমলিঙ্গ প্রেম নিয়ে ‘আলিগড়’-এর মতো ছবি তৈরি করেছেন হনসল মেহতা। ‘মর্ডান লাভ: মুম্বই’-এর একটি দৃশ্য শেয়ার করে তিনি লেখেন, ‘কাম অন সুপ্রিম কোর্ট! রাস্তা তৈরি করুন। সমলিঙ্গ বিয়েকে বৈধতা দিন’। সমকামী যুগলদের সমস্য়ার কথা উঠে এসেছে হনসল মেহতার ‘মর্ডান লাভ: মুম্বই’-তে। 

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে মঙ্গলবার শুনানি চলছে সমলিঙ্গ বিয়ে নিয়ে দাখিল ১৫টি পিটিশনের। তবে সমকামীদের বিয়েকে আইনি স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গে শুরু থেকেই বিরোধিতায় কেন্দ্র সরকার। আদালতকে এই বিয়েকে আইনসিদ্ধ না করার আবেদন জানিয়েছেন। 

 

 

বন্ধ করুন