রবিবার দুপুরে পরিণতি পেল স্নেহাশিস-অর্পিতার প্রেমের গল্প। দীর্ঘদিন ধরে প্রেম সম্পর্কে রয়েছেন তাঁরা। বছরখানেক ধরে লিভ ইনও করেন। এদিন অর্পিতার সঙ্গে সম্পর্ককে আইনি স্বীকৃতি দিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ৫৯-তে দ্বিতীয় বিয়ে স্নেহশিসের, তাঁর মতো অর্পিতারও এটা দ্বিতীয় ইনিংস। আরও পড়ুন-স্নেহাশিস-অর্পিতার বিয়েতে থাকছেন না সৌরভ! দাদা দ্বিতীয় বিয়ে নিয়ে অখুশি মহারাজ?
ঘরোয়া আয়োজনে স্নেহাশিসের বেহালার ফ্ল্যাটেই বসেছিল আইনি বিয়ের আসর। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে শুভকাজটা সেরে ফেললেন দুজনে। আইনি বিয়ের পর মালাবদল, সিঁদুরদান হয়েছে। তবে সূত্রের খবর এই বিয়েতে গঙ্গোপাধ্যায় পরিবারের কেউ সামিল হননি। পৌঁছেছিলেন বৈশালী ডালমিয়া। মা নিরুপা গঙ্গোপাধ্যায় অসুস্থ, তাই বিয়েতে যোগ দেননি। যদিও বড় বউমা হিসাবে অর্পিতাকে আগেই আর্শীবাদ দিয়েছেন।
লন্ডনে মেয়ের সঙ্গে লম্বা সময় কাটিয়ে আপতত কলকাতায় ডোনা, তবে বড় ভাসুরের বিয়েতে নাকি উপস্থিত হননি সৌরভ ঘরণী। একটি সূত্র বলছে সৌরভ শহরের বাইরে থাকায় দাদার নতুন জীবনের সূচনায় হাজির হননি। বিয়েতে কেমন সাজলেন বর-কনে? বিয়ের দুপুরে হলুদ রং বাছলেন দম্পতি। হলুদ ভারী সিল্কের শাড়িতে ঝলমলে সুন্দরী অর্পিতা। গলা জোড়া নেকলেস, হাতে শাঁখা-পলায় সাজলেন নতুন বউ।
সঙ্গে মানানসই মেকআপ। ছোট্ট লাল টিপে নিজের লুক কম্প্লিট করেছেন অর্পিতা। হলুদ পাঞ্জাবি আর সাদা চোস্তা পাজামায় পাওয়া গেল স্নেহাশিসকে। হাসিমুখে বিয়ের কাগজে সই করলেন দুজনে। গলায় গোলাপের মালা, চোখে-মুখে নতুন জীবনের আনন্দ।
নৃত্যশিল্পী মম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দাম্পত্য টেকেনি স্নেহাশিসের। সিএবি প্রেসিডেন্টের আগের পক্ষের এক মেয়েও রয়েছে। নাম স্নেহা গঙ্গোপাধ্যায়। মার্কিন মুলুকে নিজের জীবন গুছিয়ে নিয়েছে স্নেহাশিসের ২৬ বছরের কন্যা। স্নেহাশিস ঘরণী আগে বিয়ে করেছিলেন অজন্তা ফুটওয়ারের মালিককে। টেকেনি সেই দাম্পত্য়।
২০২৩ সালেই স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর প্রথম স্ত্রী মোম। তিনি FIR-ও দায়ের করেন। এরপরে স্নেহাশিস মোমের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। প্রাক্তন স্ত্রীকে খোরপোশ বাবদ মোটা টাকা (শোনা যায় ৫ কোটি) এবং একটি ফ্ল্যাট দিয়েছেন স্নেহাশিস।
২১ জুলাই ঘরোয়া বিয়ে শেষে আগামী ৭ই অগস্ট বসছে অর্পিতা-স্নেহাশিসের রিসেপশনের আসর। বাইপাসের ধারের সাততারা হোটেলে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের। বিয়ের নিমন্ত্রণপত্রে সৌরভ ডোনার নাম ব্যবহার করা হয়েছে। তাই ধরা যেতে পারে রিসেপশনের আসরে হাজির হবেন দাদা, সঙ্গ দেবেন ডোনা বৌদি।