আর কোনও জল্পনা-কল্পনা নয়! ছেলের বাগদানের খবর এবার নিজেই জানিয়ে দিলেন নাগার্জুন। সামান্থা প্রভুর সঙ্গে ডিভোর্সের আড়াই বছরের মাথায় অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে বাগদান সারলেন নাগা চৈতন্য। শোভিতা-নাগার সম্পর্কের গুঞ্জন দীর্ঘদিনের। সেই গুঞ্জনে এবার সিলমোহর পড়ল। বৃহস্পতিবার, নাগার্জুনের হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া আয়োজনে বাগদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
ছেলে ও নতুন বউমার সঙ্গে ছবি শেয়ার করে নাগার্জুন লিখেছেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদান সম্পন্ন হয়েছে। শোভিতাকে আমাদের পরিবারে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। সুখী দম্পতিকে অভিনন্দন! তাদের আজীবন ভালবাসা এবং সুখে ভরে উঠুক, এটাই কামনা করি। ঈশ্বর ওঁদের মঙ্গল করুন!’
ছবিতে নবদম্পতিকে একদম সাবেকি পোশাকে দেখা গেছে। অফ হোয়াইট কুর্তা-পাজামায় হ্যান্ডসাম নাগা, অন্যদিকে গোলাপি শাড়িতে শোভিতা ঝলমল করলেন। নতুন জীবনের আনন্দ দুজনের চোখেমুখে।
সম্পর্কের গুজব দীর্ঘদিনের
২০২১ সালে অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সাথে চৈতন্যের বিচ্ছেদের পরেই শোভিতা ধুলিপালার সঙ্গে নাগা চৈতন্যের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়েছিল। ২০২৩ সালে লন্ডনের একটি রেস্তোরাঁয় দুজনের একান্ত ছবি ভাইরাল হতেই সেই জল্পনার আগুনে ঘি পড়ে। গুঞ্জন সত্ত্বেও, এই দম্পতি কখনই প্রকাশ্যে তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে, ভক্তরা নিশ্চিত ছিলেন দুজনের প্রেম সম্পর্কে।
এর আগে নাগা বিয়ে করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে। একসময় দুজনকে পাওয়ার কাপল হিসেবে মানত সকলে। তবে ২০২১ সালে সামান্থা আর নাগা বিচ্ছেদের খবর দেন। 'মানাম', 'মাজিলি', 'ইয়ে মায়া চেসাভ', 'অটোনগর সূর্য'-এর মতো ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। তাঁদের ডিভোর্সের খবর ভক্তকূলের কাছে বিরাট ধাক্কা ছিল। ডিভোর্সের পর শোনা গিয়েছিল সামান্থার কেরিয়ার চয়েজ নিয়ে খুশি ছিল না নাগার পরিবার। নাগার্জুন পুত্রর থেকে বিরাট টাকা খোরপোশ নিয়েছেন সামান্থা এমন গুজবও রটেছিল, তা কফি উইথ করণের মঞ্চে নস্যাৎ করে দেন সামান্থা।
শুরু থেকেই নাগার পরিবার আপন করে নিয়েছে শোভিতাকে। এমনকী, একটি সিনেমার অনুষ্ঠানে বছর খানেক আগে নাগার্জুন তাঁর হবু পুত্রবধূ সম্পর্কে যা বলেছিলেন তাতে অবাক হবেন! ‘গোদাচারী’র এক প্রমোশন্যাল ইভেন্টে ২০১৮ সালে নাগার্জুন বলেছিলেন, ‘ও খুব ভাল ছিল (ছবিতে)। মানে, আমার এভাবে বলা উচিত নয় হয়তো, তবে শোভিতাকে দারুণ হট লেগেছে ছবিতে। তার মধ্যে এমন কিছু আছে যা খুব আকর্ষণীয়।’ বাগদানের খবর আসার পর থেকেই, এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।