রক্ত, ঘাম আর অশ্রু- প্যারিস অলিম্পিকের টিকিট কাটার আগেই অনেক কিছু সহ্য করেছেন ভিনেশ ফোগট। মঙ্গলবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রিস্টাইল রেসলিং ইভেন্টে আরও একটি স্মরণীয় জয় ভিনেশের। কিউবার ইউসনেইলিস গুজম্যানকে হারিয়ে প্যারিস অলিম্পিকে ভারতের হয়ে রৌপ্য নিশ্চিত করলেন ভিনেশ।
ভিনেশকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সঙ্গে ভাইরাল দঙ্গল ২ হ্যাশট্যাগ। নেটিজেনরা এখন আমির খান অভিনীত ২০১৬ সালের ব্লকবাস্টার স্পোর্টস বায়োপিক দঙ্গল-এর সিক্যুয়াল দাবি করছে।
ভিনাশ ফোগটের জার্নি ফিটার ফিল্মের মাধ্যমে তুলে ধরার আবেদন জানিয়ে এক নেটিজেন লিখেছেন, ‘দঙ্গল ২: আমি বসে আছি। থিয়েটারের কর্মীরা ভয় পাচ্ছে এবং আমাকে চলে যেতে বলছে কারণ ‘চলচ্চিত্রটি এখনও ঘোষণা করা হয়নি, কাস্ট চূড়ান্ত করা হয়নি, ক্রু বরাদ্দ করা হয়নি। তবু আমি বসে আছি’। দ্বিতীয় একজন লেখেন, ‘আমিরের জন্য সময় এসেছে দঙ্গল ২ বানাোর, ভিনেশ ফোগাটকে প্রধান ভূমিকায় নিয়ে।’
বিশ্বব্যাপী ২০০ কোটি আয়ের সঙ্গে ‘দঙ্গল’ বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা। ছবিটিতে আমির খানকে মহাবীর সিং ফোগাটের চরিত্রে অভিনয় করেন। একজন অপেশাদার কুস্তিগীর, যিনি তাঁর মেয়ে গীতা ফোগাট এবং ববিতা কুমারীকে ভারতের প্রথম বিশ্বমানের মহিলা কুস্তিগীর হওয়ার জন্য প্রশিক্ষণ দেন। ছবিতে ফোগাট বোনের প্রাপ্তবয়স্ক সংস্করণ হিসাবে ফতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রাকে দেখা গিয়েছিল। এবং ছেলেবালর চরিত্রে জাইরা ওয়াসিম এবং সুহানি ভাটনগর। এবং সাক্ষী তানওয়ার তাদের মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন।
প্রসঙ্গত, ২০২৩ সালের জানুয়ারি মাসে বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ এবং আরও বেশ কয়েকজন কুস্তিগীর যন্তর মন্তরে একত্রিত হয়েছিল। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রাক্তন সভাপতি ব্রিজ ভূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ভারতের বিখ্যাত অবজারভেটরিতে জড়ো হয়েছিলেন তাঁরা। বলে রাখা ভালো, এই ব্রিজ ভূষণ জনতা পার্টির (বিজেপি) সদস্য।
প্রাক্তন ডব্লিউএফআই সভাপতির বিরুদ্ধে ধর্ষণ, যৌন হেনস্থা ও ভয় দেখানোর অভিযোগ ওঠায় কুস্তিগীররা তাঁর পদত্যাগ চেয়েছিলেন। এর দু'দিন পর তৎকালীন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের সঙ্গে দেখা করে কুস্তিগীরদের দল। মামলার অধিকতর তদন্তের জন্য ওভারসাইট কমিটি (ওসি) গঠনের আশ্বাস দিয়েছিলে সাবেক ক্রীড়ামন্ত্রী।
এরপর মে মাসে দিল্লি পুলিশ ভিনেশ ফোগট, বজরং পুনিয়া এবং সাক্ষী মালিক এবং অন্যান্যদের নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন মিছিল করার জন্য আটক করে। এই ঘটনার পরে, কুস্তিগীররা তাদের পদক গঙ্গায় ফেলে দিতে হরিদ্বার গিয়েছিলেন, কিন্তু শেষ মুহুর্তে কৃষক নেতা নরেশ টিকাইত তাদের থামিয়ে দেন।
পরে আদালতেও ওঠে এই মামলা। কিন্তু ‘প্রমাণের অভাবে’ ব্রিজ ভূষণকে নির্দোষ ঘোষণা করা হয়। ভিনেশের জয়ের পর রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, প্যারিসে তাঁর সাফল্যের প্রতিধ্বনি দিল্লিতে স্পষ্ট শোনা যাচ্ছে। সঙ্গে মোদীকে খোঁচা, তিনি কি করবেন ভারতের এই তারকা-সন্তানকে ফোন?