দুবাইয়ে লুলিয়া ভান্তুরের বাবার জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সলমন খান। লুলিয়া শনিবার রাতে ইনস্টাগ্রামে গেট টুগেদারের ছবি শেয়ার করেছেন এবং এই পোস্টের বিশেষ আকর্ষণ নিঃসন্দেহে দাবাং খানই। সলমন এবং লুলিয়া কয়েক বছর ধরে ডেটিং করছেন বলে শোনা যায়। তবে উভয়ই কখনো বিষয়টি নিশ্চিত করেননি, আবার করেননি অস্বীকারও।
নিজের ও বাবা-মায়ের সঙ্গে সলমনের দুটি ছবি শেয়ার করে ক্যাপশনে লুলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা! আমি তোমাকে ভালোবাসি এবং ধন্যবাদ 🤗❤️ আমার দুই হিরো। 😀’
খুব স্বাভাবিকভাবেই এই ছবি দেখার পর, সলমন অনুরাগীরা প্রশ্ন করতে থাকেন, কবে তাঁরা এই সম্পর্ককে অফিসিয়াল করবেন। ‘আপনারা যখন একসঙ্গে ছবি দিচ্ছেন, তখন সম্পর্কের কথা মেনে নিচ্ছেন না কেন?’, ধেয়ে এল প্রশ্ন। আরেকজন আবার লিখলেন, ‘সলমন খান সিরিয়াস প্রেম করছে। না হলে সে কখনো বান্ধবীর মা-বাবার কাছে যেত না।’ তৃতীয়জন লেখেন, ‘সলমন তোমার এবার অন্তত বিয়ে করা উচিত’।
এদিকে আরেকাংশের দাবি একটু বেশিই আলাদা। একজন লেখেন, ‘আমি তো কবে থেকে বলে আসছি সলমন আর লুলিয়া হলেন স্বামী ও স্ত্রী। কেউ আমার কথা মানে না’! দ্বিতীয়জন লেখেন, ‘এখনও লোক বলবে সলমন লুলিয়া বিয়ে করেননি?’
আপাতত সলন তাঁর দা-বাং সফরের জন্য রয়েছেন দুবাইতে। এমনকী, চলতিসপ্তাহে তিনি বিগ বস ১৮-র উইকেন্ড কা ওয়ার-এরও অংশ ছিলেন না। সেই জায়গায় দায়িত্বভার সামলান ফারহা খান।
লুলিয়া ও সলমন
সলমনের পারিবারিক জমায়েতে প্রায়ই দেখা যায় লুলিয়াকে। তিনি দাবাং খানের সুলতান সিনেমার জাগ ঘুমেয়া গানটি গেয়েছেন। এরপর রাধে থেকে সিটি মার এবং রেস ৩ থেকে সেলফিশ গানেও শোনা গিয়েছে সলমন খানেরই কণ্ঠস্বর।
এইচটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এর আগে লুলিয়া বলেছিলেন, ‘ভালো মানুষ হওয়ার সবচেয়ে বড় উদাহরণ তিনি। সেভাবে নিজের কথা ভাবেন না। বরং দেখা যায়, তাঁর নজর থাকে কীভাবে নিজের আশেপাশের মানুষের জীবনকে উন্নত করা যায়।’
‘তার সঙ্গে কাজ করা খুব মজাদার। আর দারুণ বিনোদনমূলক’, সলমনের সম্পর্কে আরও জানিয়েছিলেন লুলিয়া।
লুলিয়ার আগে সলমন খানের সম্পর্ক ছিল সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্য রাই ও ক্যাটরিনা কাইফের সঙ্গে।