‘বিগ বস ১৪’-র ঘরে কুমার শানু-পুত্র জান কুমার শানু নিজের ভালোলাগার কথা জানিয়েছিলেন অপর প্রতিযোগী ও বিগ বসের অন্যতম ফাইনালিস্ট নিকি তাম্বোলিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানের সঙ্গে সম্পর্কে না যাওয়ার কারণ নিয়ে কথা বললেন নিকি। জানালেন, জান ‘খুব মিষ্টি’, কিন্তু ‘আমার টাইপ’ নয়!
নিজের দেওয়া সাক্ষাৎকারে নিকি জানান, তাঁর একটু ‘স্ট্রং পার্সোনালিটি’-র ছেলে পছন্দ। যে তাঁর জন্য, নিজের জন্য স্ট্যান্ড নেবে। কিন্তু নিকি বিগ বসের ঘরে থেকেই বুঝেছেন জান একেবারেই এমনটা নয়।
সিদ্ধার্থ কান্নানকে দেওয়া এক সাক্ষাৎকারে সস্প্রতি নিকি জানিয়েছেন, ‘ও খুব মিষ্টি একটা ছেলে, আমার দেখা সবথেকে মিষ্টি ছেলে জান। আমার খুব ভালো বন্ধুও। কিন্তু আমার যেরকম ছেলে পছন্দ সেরকম নয় একেবারেই। আমার এমন ছেলে পছন্দ, যার জোড়ালো ব্যক্তিত্ব থাকবে। যার কথায় মানুষ কখনও কখনও অপ্রস্তুত হবে।’
নিকি আরও বলেন, ‘এই বিষয়ে কোনও সন্দেহ নেই জান খুব ভালো ছেলে। কিন্তু ওর ব্যক্তিত্ব এমন নয়, যে প্রয়োজনে আমার হয়ে, নিজের হয়ে কিংবা নিজের বন্ধুদের হয়ে মতামত জানাবে। ও নিজেকে এরকম ভাবলেও, আমার তেমন লাগে না। বিগ বসে অন্তত আমি সেরকম কিছু দেখতে পাইনি। তাই ওর বন্ধু হয়েই আমি থাকতে চাই। আর কিছু না!’
মার্চ মাসে করোনা আক্রান্ত হন ‘বিগ বস ১৪’–এর ফাইনালিস্ট মডেল নিকি তাম্বোলি। তিনি নিজেই তাঁর করোনা পজিটিভ হওয়ার খবর সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন। সে সময় নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি।