অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের সম্পর্কে নাকি একদিন অনুঘটকের কাজ করেছিলেন মিজান জাফরি। ১২ জুলাই রাধিকা মার্চেন্টের সঙ্গে আম্বানি পুত্রের সেই সম্পর্কই পরিণতি পেয়েছে। আর তাতেই খুশি হয়ে অনন্তের ধনকুবের বাবা, রিলায়েন্স চেয়ারপার্সন মুকেশ আম্বানির কাছ থেকে ৩০ কোটির একটা অ্যাপার্টমেন্ট উপহার পেয়েছেন মিজান! সম্প্রতি এমনই দাবি করেছেন কামাল আর খান।
সত্যিই কি তাই?
এবার স্বঘোষিত সেই ফিল্ম সমালোচক কামাল আর খানের সেই দাবিরই জবাব দিয়েছেন মিজান জাফরির বাবা, অভিনেতা, নৃত্যশিল্পী জাভেদ জাফরি। ঠিক কে কী বলেছেন?
কামাল আর খান এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজান জাভেদ জাফরি মুম্বইয়ের বান্দ্রার সান্ধু প্যালেসে রয়েছেন। কারণ, মুকেশ আম্বানি তাঁকে ৩০ কোটি টাকা দামের ওই অ্যাপার্টমেন্টই উপহার দিয়েছেন। আসলে মিজানই একদিন অনন্ত আম্বানির সঙ্গে রাধিকা মার্চেন্টের পরিচয় করিয়ে দিয়েছিলেন। কুছ ভি হো সকতা হ্যায়। (হাসির ইমোজি)।’
আর কামাল আর খানের সেই টুইট (X), রিটুইট করে জাভেদ জাফরি লেখেন, 'কুছ ভি (যা খুশি তাই)! (হাসির ইমোজি)। বেশ কয়েকজন এক্স ব্যবহারকারীও জাভেদ জাফরির এই পোস্টের নিচে কমেন্ট করেছেন। একজন লেখেন ‘কেআরকে এখনও হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ডে আস্থা রাখেন।’ আরেকজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না? মতলব আপনি হোয়াটসঅ্যাপ ঠিকমতো ব্যবহার করছেন না। ’ইস্কো হার টুইট হি হ্যায় কুছ ভি হো সকতা হ্যায় (উনি তাঁর প্রতি টুইটেই কিছু না কিছু দাবি করতেই থাকেন)।
আরও পড়ুন-বাংলা থেকে আমন্ত্রিত কারোর সঙ্গেই নব-দম্পতির ছবি নেই, শুধু একা রুক্মিণী! দেখা নেই 'দেবদা'র
প্রসঙ্গত মিজান জাফরি অনন্ত আম্বানির ঘনিষ্ঠ বন্ধু। গত ২মাস জুড়ে আম্বানিদের সমস্তরকম বিবাহ উৎসবে অংশ নিতে দেখা গিয়েছিল মিজানকে। আর সেই সূত্র ধরেই তাঁর সম্পর্কে এধরনের দাবি করেছেন KRK। মিজান পদ্মাবত, বাজিরাও মাস্তানি এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-র মতো ছবিতে সঞ্জয় লীলা বনশালির সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন।
২০১৯ সালে বনশালির প্রযোজনায় তৈরি ছবি 'মালাল'-এ বনশালির-ই ভাগ্নি শারমিন সেগালের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় শুরু করেন মিজান জাফরি। গত বছর 'হাঙ্গামা ২' ও 'ইয়ারিয়াঁ ২' ছবিতেও অভিনয় করেন তিনি। শীঘ্রই তাঁকে দেখা যাবে মিরান্ডা বয়েজ ছবিতে। এদিকে, জাভেদকে সর্বশেষ ২০২২ সালের নেটফ্লিক্স ইন্ডিয়া ছবি জাদুগর-এ দেখা গিয়েছিল।