বাংলা নিউজ > বায়োস্কোপ > 'অমর' নাকি 'অ্যামিবা'? মৃত্যুর পরও 'জবা' ফিরে আসায় ট্রোল নেট দুনিয়ায়

'অমর' নাকি 'অ্যামিবা'? মৃত্যুর পরও 'জবা' ফিরে আসায় ট্রোল নেট দুনিয়ায়

জবা (ছবি সৌজন্যে কে আপন কে পর)

জবাকে ‘অ্যামিবা’-র সঙ্গে তুলনা! মৃত্যুর পর গলায় সেলোটেপ জড়িয়ে ফিরে এল জবা!

‘কে আপন কে পর’ ধারাবাহিকের জবা সেনগুপ্তর চরিত্রকে ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ‘মৃত্যু’-র পর সশরীরে কী করে ফিরে এলেন জবা! তা নিয়ে রীতিমতো ট্রোল করলেন নেটিজেনদের একাংশ। 

ধারাবাহিকে একাধিক কারণে ট্রোলের শিকার জবা। বোম ডিফিউজ করা, রাতারাতি পড়াশোনা শিখে উকিল আবার আচমকাই বিচারকের ভূমিকায় দেখা যায় তাঁকে। আবার হাঁড়িকাঠে জবাকে তাঁর জা তন্দ্রা এবং জামাই বিশান ফাঁকা স্থানে নিয়ে গিয়ে বলি দেওয়ার চেষ্টা করেন। তবে জবা ঠিক বেঁচে ফিরে আসেন। গলায় একটা ব্যান্ডেজ লাগিয়ে সে একদম সুস্থ হয়ে ওঠে। 

এসব দেখে জবাকে ‘অ্যামিবা’-র সঙ্গে তুলনা করেন ঝিলম গুপ্ত নামে এক নেটিজেন। জবা ধারাবাহিকের এক পর এক প্লটের গল্প বলে কীভাবে মৃত্যু মুখ থেকে বেঁচে আসছেন জবা, তা মনে করিয়ে দেন ঝিলম। 

তাঁকে ট্রোলিং করে ‘অমর’ হওয়ার তকমা দেওয়া হয়েছে। ঝিলম দাশগুপ্তের এই মিমের ভিডিয়ো ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে। 

বন্ধ করুন