হোলি মানেই যেমন রঙ, তেমন হোলি মানেই গান। হোলির প্লে-লিস্ট মানেই,তাতে থাকবে অমিতাভ বচ্চনের লাওয়ারিস ছবির আইকোনিক গান মেরে আঙ্গনেমে। এই বছর এই গানকেই নতুন টুইস্টের সঙ্গে প্রকাশ্যে আনলেন আসিম রিয়াজ এবং জ্যাকলিন ফার্নান্দিজ। ঝলক প্রকাশ্যে আসার থেকেই অপেক্ষা বাড়িয়ে ছিলেন জ্যাকলিন-আসিম জুটি। অবশেষে সোমবার সেই প্রতীক্ষার অবসান হল। এই গানের সঙ্গেই মিউজিক ভিডিয়োতে ডেব্যিউ সেরে ফেললেন বিগ বস সিজন ১৩-র অন্যতম চর্চিত প্রতিযোগী আসিম রিয়াজ।
এই গানটি রিক্রেট করেছেন বি-টাউনের রিক্রিয়েশন কিং তনিশক বাগচি, গেয়েছেন নেহা কক্কর এবং রাজা হাসান। এই গানের ভিডিয়োর ইউএসপি নিঃসন্দেহে বিগ বস সিজন ১৩-র রানার্স আপ আসিম রিয়াজ এবং শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিনের রসায়ন। মিউজিক ভিডিয়োটি পরিচালনা করেছেন রাধিকা রাও এবং বিনয় সাপ্রু।
টাইম ট্রাভেলের গল্প ফুটে উঠেছে এই ভিডিয়োতে। ২০২০ থেকে পঞ্চদশ শতাব্দীতে পৌঁছে যায় নায়ক, সেখানে গিয়ে সে পাল্টে যায় আসিমের রূপে। দেখা হয় এক সুন্দরী রাজকুমারীর সঙ্গে, অথচ বয়সে বড় রাজার সঙ্গে বিয়ের ঠিক হয়েছে সেই রাজকুমারীর মানে জ্যাকলিনের। তাই মন খারাপ তার। কিন্তু সুর্দশন এই পুরুষকে প্রথম নজরেই মন হারান রাজকুমারী। আসিমও মুগ্ধ সেই রাজকন্যের মায়াবী চাহনি আর রূপের মাধুর্যে। তারপর আর কী! মেরে অঙ্গনেমে গানে চুটিয়ে নাচ এবং সব শেষে তাঁর হাত ধরেই ২০২০-এ পালিয়ে এলেন রাজকুমারী।
শীঘ্রই আরও একটি গানের মিউজিক ভিডিয়োয় দেখা মিলবে আসিমে,তাঁর গার্লফ্রেন্ড তথা বিগ বস প্রতিযোগী হিমাংশী খুরানার সঙ্গে।দেশি মিউজিক ফ্যাক্টারির ব্যানারে সেই গান মুক্তি পাবে ১৮ মার্চ। গানের ফার্স্ট লুকও সামনে এসেছে ইতিমধ্যেই।