বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline Fernandez: ২০০ কোটির তছরুপের মামলায় ফের আদালতে জ্যাকলিন! সুকেশের কেসে নতুন কোনও আপডেট?

Jacqueline Fernandez: ২০০ কোটির তছরুপের মামলায় ফের আদালতে জ্যাকলিন! সুকেশের কেসে নতুন কোনও আপডেট?

সোমবার আদালতে জ্যাকলিন।

জামিনে ছাড়া পেলেও শান্তি নেই জ্যাকলিনের কপালে। ২০০ কোটির মামলায় সোমবারও আদালতে হাজিরা দিতে দেখা গেল জ্যাকলিন ফার্নান্ডেজকে। 

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় সোমবার ফের একবার দিল্লির পাটিয়ালি কোর্টে উপস্থিত ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। আপাতত ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিনে বাইরে আছেন তিনি। তবে আদালতে হাজিরা দিতে হচ্ছে ঘনঘন। 

শ্রীলঙ্কা থেকে এসে বলিউডে নিজের কেরিয়ার গড়েছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। অক্ষয় থেকে সলমন-- একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন। প্রথম কাজ অমিতাভ আর রীতেশ দেশমুখের সঙ্গে আলাদিন। মার্ডার ২, হাউজফুল ২, কিক, ঢিশুম, জুড়ুয়া ২, রেস ৩, বচ্চন পাণ্ডের মতো ছবিতে কাজ করেছেন। শেষ দেখা গিয়েছে ‘রাম সেতু’-তে অক্ষয়ের সঙ্গে। এরপর তাঁকে দেখা যাবে রণবীর সিং-এর সঙ্গে ‘সার্কাস’ সিনেমায়। 

৩০ নভেম্বর সুকেশ মামলায় নিউ দিল্লির পুলিশের হাতে গ্রেফতার হলেন পিঙ্কি ইরানি। এই পিঙ্কিই জ্যাকলিন ফার্নান্ডেজকে দেখা করিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে।

প্রসঙ্গত, ১৭ অগস্ট ইডির তরফে জ্যাকলিনের নামে চার্জশিট পেশ করা হয় সুকেশের সঙ্গে যোগ থাকার কারণে। একাধিক অভিযোগ রয়েছে ‘রাম সেতু’ নায়িকার নামে। ইডি সূত্রের দাবি, তদন্তে স্পষ্ট বোঝা গিয়েছে যে, জ্যাকলিক জানতেন সুকেশ একজন তোলাবাজ। জেনেবুঝেই এই তোলাবাজির টাকা নিজের জন্য ব্যবহার করেছেন। দামি দামি উপহার নিয়েছেন। এমনকী জ্যাকলিনের পরিবারও সুকেশের থেকে আর্থিক সুবিধে নিয়েছে। তাঁর দেশ ছেড়ে বেরোনোর উপরেও রয়েছে আদালতের নিষেধাজ্ঞা।

ইডির তরফে একাধিকবার আদালতে জ্যাকলিনের জামিনের বিরুদ্ধে আবেদন করা হয়েছে। তাঁদের দাবি ইচ্ছে করে প্রমাণে কারচুপি করতে পারেন নায়িকা। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশও রয়েছে, অর্থাৎ দেশ ছাড়ার অনুমতি নেই। 

অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল যদিও দাবি করেছেন, ‘ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে জ্যাকলিন’কে। সংবাদমাধ্যমকে তিনি জানান, ‘এই মামলার তদন্তে পূর্ণ সহযোগিতা করছেন জ্যাকলিন। জিজ্ঞাসাবাদের জন্য যতবার তাঁকে ডাকা হয়েছে, প্রতিবার হাজিরা দিয়েছেন তিনি। আর্থিক তছরুপ মামলার তদন্তের স্বার্থে সবধরনের তথ্য তদন্তকারীদের জানিয়েছেন জ্যাকলিন। কিন্তু তিনি যে প্রতারিত, তা মানতে নারাজ আধিকারিকরা। জ্যাকলিন একটা বড়সড় অপরাধমূলক চক্রান্তের শিকার।’

 

বন্ধ করুন