বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline Fernandez: KKR-কে সমর্থন করতে ইডেনে হাজির জ্যাকলিন, ভক্তদের আবদার মেনে তুললেন সেলফি

Jacqueline Fernandez: KKR-কে সমর্থন করতে ইডেনে হাজির জ্যাকলিন, ভক্তদের আবদার মেনে তুললেন সেলফি

KKR-কে সমর্থন করতে ইডেনে হাজির জ্যাকলিন

Jacqueline Fernandez: কলকাতায় এখন চাঁদের হাট! সলমন খানের দাবাং ট্যুরের অংশ হয়ে কলকাতায় এসেছেন বলি তারকা জ্যাকলিন ফার্নান্দেজ। আর সেই ট্যুরের ফাঁকেই তিনি হাজির হলেন ইডেন গার্ডেনে। কেকেআরকে সমর্থন করলেন এদিনের খেলায়। তুললেন ছবিও।

কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান মাঝে মধ্যেই দলকে সমর্থন জানাতে হাজির থাকেন মাঠে। আর কলকাতায় যদি খেলা হয় তাহলে তাঁকে ইডেন গার্ডেনের বি ব্লকের ব্যালকনিতে দেখা যায়। তবে বৃহস্পতিবারের ম্যাচে শাহরুখ নন বরং অন্য এক বলি তারকাকে দেখা গেল। এদিন ইডেনে হাজির ছিলেন জ্যাকলিন ফার্নান্দেজ।

অভিনেত্রী এখন কলকাতায়। তিনি সলমন খাবার দাবাং ট্যুরের অংশ হিসেবে শহরে এসেছেন। আর তার মাঝেই কেকেআরকে সমর্থন জানাতে পৌঁছে গিয়েছিলেন ইডেন গার্ডেনে। তাঁকে এদিন ক্রিকেটের নন্দন কাননের সেই বিখ্যাত বি ব্লকের ব্যালকনিতে দেখা যায়।

একটি কালো রঙের স্লিভলেস টিশার্ট পরেছিলেন তিনি। এই টিশার্টের বুকে ছিল কলকাতা নাইট রাইডার্সের লোগো। সঙ্গে পরেছিলেন ডেনিম স্কার্ট। এদিন অভিনেত্রীকে একদম খোশ মেজাজে দেখা গেল। কলকাতা নাইট রাইডার্সের হয়ে গলা ফাটান তিনি। এমনকি ছবি তোলেন ভক্তদের সঙ্গে। ব্যালকনি থেকেই তিনি তাঁদের সঙ্গে সেলফি তোলেন।

আগামী ১৩ মে ইস্ট বেঙ্গলের মাঠে অনুষ্ঠিত হবে সলমনের শো। তার দুদিন আগে শহরে এসে একদম অন্য মেজাজে ধরা দিলেন নায়িকা।

তবে এদিন কেকেআর ভক্তদের বেজায় হতাশ করেছেন। ৯ উইকেটে পরাজয় হয়েছে রিঙ্কুদের। আপাতত তাঁদের প্লে অফে যাওয়ার স্বপ্ন এই বছরের মতো প্রায় শেষ। খালি কলমে লেখা বাকি। এদিন হারের পর কেকেআরের রান রেট -০.৩৫৭-এ নেমে গেছে। এই অবস্থায় ঘুরে দাঁড়ানো বা প্লে ওফে জায়গা করা মুশকিল নয়, বেশ চাপের।

বৃহস্পতিবার কেকেআর প্রথম ব্যাটিং করে। তারা এদিন ১৪৯/৮ রান করেছিল। তবুও এই রানের পর সমস্ত আশা ছিল নাইটদের স্পিনারদের নিয়ে। ইডেনের স্লো পিচে তাঁরা হয়তো খেলা ঘুরিয়ে দিতে পারবেন এই আশা অনেকেই করেছিলেন। দলে সুনীল নারাইন, বরুণ চক্রবর্তী, প্রমুখের মতো স্পিনার থাকা সত্বেও স্বপ্ন সফল হল না নাইট সাপোর্টারদের। মাত্র ১৩.১ ওভারেই জয় ছিনিয়ে নেয় রাজস্থান।

বন্ধ করুন