বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline Fernandez: জ্যাকলিনকে বিদেশে যাওয়ার অনুমতি দিল আদালত, তবে আরোপ হল কিছু কঠিন কিছু শর্ত!

Jacqueline Fernandez: জ্যাকলিনকে বিদেশে যাওয়ার অনুমতি দিল আদালত, তবে আরোপ হল কিছু কঠিন কিছু শর্ত!

আদালত দুবাই যাওয়ার অনুমতি দিল জ্যাকলিনকে। 

আর্থিক প্রতারণায় নাম জড়ানোয় জ্যাকলিন ফার্নান্ডেজের নামে লুক আউট নোটিস জারি আছে। তবে ৩১ মে থেকে ৬ জুন দুবাই যাওয়ার অনুমতি পেলেন অভিনেত্রী। 

আর্থিক প্রতারণার মামলায় জড়িয়ে হাল খারাপ বলিউড নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের। এমনকী, জ্যাকলিনের এখন এদেশ ছাড়ারও কোনও অনুমতি নেই। ঠকবাজ সুকেশের সঙ্গে ২০০ কোটির প্রাতরাণার মামলায় নাম জড়ানোর পর ইডি অভিনেত্রীর নামে লুক আউট নোটিশ জারি করে গত বছর। সেই সময় তাঁকে মুম্বই এয়ারপোর্টে আটকে দেওয়া হয়েছিল। 

জ্যাকলিন ফার্নান্ডেজ গত মাসেই দিল্লি আদালতে ১৫ দিন দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছিলেন। যাবেন আবু ধাবি। আইফা অ্যাওয়ার্ড উপলক্ষেই সে দেশে যাওয়ার কথা আছে জ্যাকলিনের। অবশেষে আদালত সম্মতি দিল। তাঁর নামে জারি হওয়া লুক আউট নোটিশও স্থগিত থাকবে ওই ক'দিন। সঙ্গে আদালত কড়া শর্তও জারি করল। যা না মানলে বিপদে পড়বেন তিনি। 

কী শর্ত দিয়েছে আদালত? ৩১ মে থেকে ৬ জুন দেশের বাইরে থাকার অনুমতি পেয়েছেন। অর্থাৎ ১ সপ্তাহ। আর এই জন্য তাঁকে ৫০ লক্ষ টাকা জমা রাখতে হয়েছে। সঙ্গে আরবে কোথায় যাচ্ছেন, কোথায় থাকছেন সেই তথ্যপ্রমাণও জ্যাকলিনককে তুলে দিতে হবে আদালতের হাতে। আর জ্যাকলিন যদি শর্ত ভঙ্গ করেন, দেশে না ফেরেন তবে তাঁর সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আরও পড়ুন: জ্যাকলিনের বাঁ গালে লাভ বাইট দেখতে পেল নেটপাড়া, ‘নির্লজ্জ’ বলে উঠল ছিছিকার!

প্রসঙ্গত, ইডির পক্ষ থেকে বেশকয়েকবার ম্যারাথন জেরা করা হয়েছে তাঁকে সুকেশের সঙ্গে কী সম্পর্ক তা খতিয়ে দেখার জন্য। সঙ্গে ওই ঠকবাজের সঙ্গে তাঁর কী সম্পর্ক, কী কী উপহার নিয়েছেন, এরকম বেশ কিছু অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখিও হতে হয়েছে ‘কিক’ নায়িকাকে।

সম্প্রতি জ্যাকলিন ইডিকে জানিয়েছেন, প্রথম তাঁর সুকেশের সঙ্গে দেখা হয় সুকেশের কাকার শ্রাদ্ধে। ‘বন্ধু’র পাঠানো প্রাইভেট জেটে করে তিনি সেইসময় চেন্নাই গিয়েছিলেন। উঠেছিলেন হায়াতে। এরপর ‘ব্যক্তিগত দরকারে’-এ সুকেশের পাঠানো জেট, হেলিকপ্টারে করে কেরালা ঘুরতে যান।

বায়োস্কোপ খবর

Latest News

উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.