বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline Fernandez: জ্যাকলিন স্বস্তি পেলেন না কোর্টে, জামিনের আবেদনের শুনানি স্থগিত, পরের শুনানি কবে

Jacqueline Fernandez: জ্যাকলিন স্বস্তি পেলেন না কোর্টে, জামিনের আবেদনের শুনানি স্থগিত, পরের শুনানি কবে

জ্যাকলিন ফার্নান্দেজের জামিনের শুনানি স্থগিত

Jacqueline Fernandez: ইডির চার্জশিট অনুযায়ী জ্যাকলিন ফার্নান্দেজ, নোরা ফতেহি সুকেশ চন্দ্রশেখরের থেকে বিএমডাব্লিউয়ের উপহার পেয়েছিলেন।

দিল্লি কোর্ট আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিন ফার্নান্দেজের জামিনের শুনানি স্থগিত রাখল। এর আগে এই বিষয়ে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি হবে নভেম্বরের ২৪ এবং ২৫ তারিখ।

সুকেশ চন্দ্রশেখর সংক্রান্ত ২০০ কোটি আর্থিক তছরুপের মামলায় আজ দিল্লি কোর্টে শুনানি ছিল। এর আগে তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট।

জ্যাকলিন ফার্নান্দেজের উকিল প্রশান্ত পাটিল এএনআইকে বলেছিলেন যে তিনি বৃহস্পতিবার অর্থাৎ আজ কোর্টের শুনানিতে উপস্থিত থাকবেন।

একদিকে জ্যাকলিন যখন তাঁর জামিনের আবেদন করেছেন তখন অন্যদিকে ইডির তরফে এই জামিনের বিরোধিতা করবে বলে জানানো হয়েছিল। ইডি তরফে জানানো হয়েছে জ্যাকলিন এই মামলার তদন্তে তাদের সাহায্য করেননি। ইডি জানিয়েছে যেহেতু জ্যাকলিন কোনও সাধারণ নাগরিক নন, তিনি একজন অভিনেত্রী, এবং যথেষ্ট বিত্তশালী তিনি সেহেতু তিনি এই মামলায় বাইরে থাকলে তাঁর প্রভাব খাটাতে পারেন। সেই কারণেই ইডি তাঁকে তাঁদের হেফাজতে পেতে চাইছে।

২০২২ সালের ১৭ অগাস্ট ইডি যে চার্জশিট ফাইল করে সুকেশ চন্দ্রশেখরের নামে ২০০ কোটি টাকা তছরুপের জন্য সেখানেই এই বলিউড অভিনেত্রীর নাম উল্লেখ করা হয়েছিল।

ইডির তরফে জ্যাকলিনকে বেশ কয়েকবার সমন পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের কারণে। একদিকে যখন ইডির তরফে বলা হচ্ছে যে জ্যাকলিন তাঁদের তদন্তে কোনও সহযোগিতা করেননি, তখন অন্যদিকে জ্যাকলিনের উকিল বলছেন তিনি ইডিকে সব রকম সাহায্য করেছেন তদন্তের বিষয়ে।

ইডির তরফে জানানো হয়েছে ২০২১ এর অক্টোবরের ২০ তারিখ জ্যাকলিন এবং সুকেশকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, সেখানে অভিনেত্রী জানিয়েছেন যেন তাঁর জন্য সুকেশ প্রাইভেট জেট থেকে শুরু করে একাধিকবার ছুটি কাটানোর জন্য ট্রিপ প্ল্যান করে দিয়েছেন, হোটেল বুক করে দিয়েছেন। এছাড়াও জিজ্ঞাসাবাদের সময় ইডিকে অভিনেত্রী জানিয়েছেন তিনি সুকেশের থেকে বহু দামী উপহার যেমন গুচ্চির ব্যাগ, ইত্যাদি পেয়েছেন।

একই কেসে অভিনেত্রী নোরা ফতেহির বয়ান রেকর্ড করা হয়েছে। তিনিও সুকেশ এবং তাঁর স্ত্রীর থেকে একাধিক দামী উপহার যেমন গুচ্চির ব্যাগ, আইফোন, ইত্যাদি উপহার হিসেবে পেয়েছেন।

বন্ধ করুন