বাংলা নিউজ > বায়োস্কোপ > Jacqueline Fernandez: চিটিয়া কালাইয়া রে…বাচ্চাদের সঙ্গে কলকাতার রাস্তায় জমিয়ে নাচ জ্যাকলিনের! ভিডিয়ো

Jacqueline Fernandez: চিটিয়া কালাইয়া রে…বাচ্চাদের সঙ্গে কলকাতার রাস্তায় জমিয়ে নাচ জ্যাকলিনের! ভিডিয়ো

জ্যাকলিনের নাচ 

Jacqueline Fernandez's viral video: ইস্টবেঙ্গল ক্লাবের বাইরের রাস্তায় খুদে ভক্তদের সঙ্গে ফাটাফাটি নাচ জ্যাকলিনের। দেখুন ভিডিয়ো-

আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা। ইস্টবেঙ্গল ক্লাবে আজ সলমনের সঙ্গে নাচে-গানে আসর জমাবেন বলিউডের একঝাঁক তারকা। বিতর্কিত নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজও (Jacqueline Fernandez) সলমনের ‘দাবাং-দ্য ট্যুর রিলোডেড’-এর সঙ্গী। জেলবন্দি ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার জেরে গত কয়েক বছর ধরেই সংবাদ শিরোনামে নায়িকা, ইডির চার্ডশিটেও অভিযুক্ত তালিকায় নাম রয়েছে তাঁর। কিন্তু সেইসব বিতর্ক ভুলেই কেরিয়ারে ফোকাস করছেন এই শ্রীলঙ্কান সুন্দরী।

শুক্রবার ইস্টবেঙ্গল তাঁবুতে নাচের মহড়া সারেন জ্যাকলিন। নায়িকা ক্লাবে ঢোকবার আগেই থামানো হল তাঁর গাড়ি। দরজা খুলে বাইরে বার হতেই অবাক জ্যাকলিন। দেখলেন রাস্তাতেই মিউজিক সিস্টেম লাগিয়ে ‘চিটিয়া কলাইয়াঁ’র তালে নাচ জুড়েছে একদল খুদে। নিজেকে আটকে রাখতে পারেননি অভিনেত্রী। খুদেদের সঙ্গে নাচের তালে পা মেলালেন তিনিও। এরপর ‘বেইমান’ থেকে শুরু করে ‘টন টনা টন টান' জ্যাকলিনের একের পর এক হিট গানে নাচল খুদে ভক্তরা। অভিনত্রীকে স্বাগত জানাতে এই আয়োজন কলকাতার ফ্যানেদের। হাততালি দিয়ে, চিৎকার করে খুদে ডান্সারদের উৎসাহ দিলেন জ্যাকলিন।

এদিন জ্যাকলিনের পরনে ছিল নীল রঙা শর্ট ড্রেস আর স্নিকার্স। পেপি লুকেই নিজেকে মেলে ধরলেন বিদেশিনী। কলকাতার তরফে এমন ‘ফাটাফাটি’ভাবে স্বাগত জানানো হবে তাঁকে তা বোধহয় কল্পনা করেননি অভিনেত্রী। ইনস্টায় মিষ্টি ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী, ‘ভীষণ মিষ্টি অভিজ্ঞতা ছিল, অসংখ্য ধন্যবাদ…অনেক ভালোবাসা’। এরপর ডান্স কোরিওগ্রাফার মুদ্দাসারের টিমের সঙ্গে মঞ্চে উঠে নাচের মহড়ায় ডুব দিলেন জ্যাকলিন।

জ্যাকলিন দু-দিন আগেই কলকাতা এসে পৌঁছেছিলেন। বাকিরা শুক্রবার সকালেই হাজির হন। এদিন সলমন-জ্যাকলিনদের পাশাপাশি তিলোত্তমার মঞ্চ মাতাতে তৈরি প্রভু দেবা, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা,সোনাক্ষী সিনহা, রাঘব জুয়েলরা। আজ ভোররাতে কলকাতায় পৌঁছেছেন সলমন। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও সেরেছেন ভাইজান।

শনিবার সন্ধ্যার অনুষ্ঠানে ১৬ হাজার অনুরাগী হাজির থাকবেন ইস্টবেঙ্গল ক্লাবে অনুমান পুলিশের। কোনওরকম অপ্রীতকর ঘটনা এড়াতে ৭০০জন পুলিশ হাজির থাকবে। এছাড়াও থাকবে ইভেন্ট ম্যানেজমেন্টের তরফে নিয়োজিত বাউন্সার, বেসরকারি সংস্থার নিরাপত্তারক্ষীরা। শো-এর টিকিটের চাহিদা আকাশছোঁয়া, তার সঙ্গে টিকিটের মূল্যও। ৬৯৯ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত রাখা হয়েছে সলমনের শো-এর টিকিটের দাম।

 

 

বন্ধ করুন