২৮ জানুয়ারি ছিল অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের জন্মদিন। বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নায়িকা তিনি। 'জগদ্ধাত্রী' নামেই বেশির ভাগ মানুষ তাঁকে চেনেন। তবে মাঝে শোনা গিয়েছিল তিনি বাস্তব জীবনেও তাঁর পর্দার হিরো সৌম্যদীপের প্রেমে পড়েছেন। তার পরই অবশ্য শোনা যায় তাঁদের মধ্যে নাকি সমস্যা তৈরি হয়েছে, তাই মুখ দেখাদেখি নেই। টেলপাড়ায় জুড়ে এমন চর্চা হচ্ছিল। কিন্তু সেই সব গুঞ্জনকে নস্যাৎ করে সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতার সঙ্গে কাটানো মিষ্টি মুহূর্তের ঝলক শেয়ার করে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন সৌম্যদীপ। আর এবার তাঁকে পাশে নিয়েই কেক কাটলেন অঙ্কিতা।
অঙ্কিতার সহ অভিনেত্রী প্রেরণা ভট্টাচার্য সেটে নায়িকার জন্মদিন উপলক্ষ্যে তাঁর কেক কাটার একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানেই অঙ্কিতার পাশে সৌম্যদীপকে দেখা গিয়েছে। ভিডিয়োয় 'জগদ্ধাত্রী'-এর লুকেই নায়িকা কেক কেটেছেন। শ্যুটিংয়ের ফাঁকে তাঁর সহকর্মীরা অভিনেত্রীর জন্মদিন উদযাপন করেছিলেন। কেক কেটে অভিনেত্রী নিজে হাতে সকলকে খাইয়েও দিয়েছেন।
আরও পড়ুন: জীবনের অন্যতম হিট 'বিবাহ', ছবিটি নাকি করতেই চাননি শাহিদ? মুখ খুললেন নায়ক
প্রসঙ্গত, অঙ্কিতা-সৌম্যদীপের প্রেম নিয়ে কম আলোচনা হয়নি। যদিও শুরু থেকেই নিজেদেরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন দু'জনে। গত কয়েক মাসে দুজনের সম্পর্ক নিয়ে নানান গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও অঙ্কিতার সঙ্গে মনোমালিন্যের খবর সঠিক নয় বলে জানিয়েছিলেন সৌম্যদীপ।
মাসখানেক আগে অঙ্কিতার ইনস্টাগ্রাম প্রোফাইল দেখে চোখ ছানাবড়া হয়ে যায় অনেকের। সৌম্য়দীপের সঙ্গে বেশকিছু কপল ছবি মুছে দেন নায়িকা, ফ্যানেরা দাবি করতে থাকে, সৌম্যদীপকে আনফলো করেছিলেন অঙ্কিতা। এই নিয়ে সেই সময়তেও সৌম্যদীপ হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘আমি তো এইমাত্র অঙ্কিতার সঙ্গেই শট দিয়ে এলাম। পুরোটাই ফেক, ওর সঙ্গে আমার কোনও ঝামেলা হয়নি। শুরুর দিন থেকেই অঙ্কিতা আর আমি খুব ভালো বন্ধু। আমাদের সম্পর্ক আগেও স্ট্রং ছিল, এখনও তেমনই আছে। আনফলো করার রটনার ব্যাপারটা আমি সত্যি জানি না। কে এই ভুয়ো খবরগুলো কথা থেকে রটাচ্ছে জানি না! ওর সঙ্গে আমার কোনও ঝামেলা,অশান্তি, ভুল বোঝাবুঝি কিছুই হয়নি’।
আরও পড়ুন: চুপিসারে বিয়ে করে নিলেন মানালি-রোহন? ছবি সামনে আসতে চমকাল নেটিজেনরা, ব্যাপার কী
আর সৌম্যদীপের সঙ্গে প্রেম-চর্চায় অঙ্কিতার জবাব, ‘রিল আর রিয়েল দুটো কিন্তু আলাদা। আমরা একসঙ্গে রিলস বানাই, ট্রেন্ডিং গানে নাচ করি। কিন্তু তাঁর বাইরে আমাদের মধ্যে কিছু নেই।’