‘জগদ্ধাত্রী’র 'স্বয়ম্ভু', এই নামেই তাঁর পরিচিতি। আসল নাম সৌম্যদীপ মুখোপাধ্যায়। ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের হাত ধরেই টেলিপর্দার দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন হাওড়ার ছেলে সৌম্যদীপ। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায়ের শো 'দিদি নম্বর ওয়ান'-এর মঞ্চে তিনি তাঁর মিঠু মুখোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন। রচনার সঙ্গে কথায় কথায় সৌম্যদীপের মা-ই ফাঁস করলেন তাঁর ছেলের প্রতি বহু মেয়ের ভালোবাসার কথা।
রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথায় কথায় কী বললেন অভিনেতা সৌম্যদীপের মা মিঠু মুখোপাধ্যায়?
রচনা মিঠু দেবীকে বলেন, ‘আপনার ছেলের তো অনেক মহিলা ফ্যান?’ উত্তরে ‘স্বয়ম্ভু’র রিল লাইফের মা বলেন, ‘হ্যাঁ… উল্টে আমাকে তারাই মেসেজ করছে যে আন্টি সৌম্যদীপকে খুব ভালোবাসি, আই লাভ হিম…।’ রচনা তখন অবাক হয়ে বলেন, ‘এইরকম বলে! আপনি কানাঘুষো কিছু খবর পাচ্ছেন?’ মিঠু মুখোপাধ্যায় উত্তরে বলেন, ‘কানাঘুষো অনেক চেষ্টা করছি।’ রচনা জানান, ‘সব খবর পেয়ে যাবেন, আমার এখানেই পেয়ে যাবেন।’ এমন কথায় হেসে ফেলেন মিঠু দেবী ও ‘স্বয়ম্ভু’ সৌম্যদীপ।
রচনা এবার প্রশ্ন করেন, ‘আপনার এমনি কি কোনও ক্রাইটেরিয়া আছে? যে কী রকম বউমা হওয়া উচিত?’ আশঙ্কা প্রকাশ করে মিঠু দেবী অন্য প্রতিযোগীদের দেখিয়ে বলেন, ‘বাবা আমি এখনে যা শুনছি…’ অন্য প্রতিযোগীরা তখন তাঁকে আশ্বাস দিয়ে বলেন, ‘খবর লাগলে আমায় বলবেন, আমি বের করে দেব।’ মিঠু দেবী বলেন, ‘হ্য়াঁ,জানতে পারলে আমাকে আগে বোলো…’। এদিকে 'স্বয়ম্ভু' সৌম্যদীপ তখন বলেন, ‘না, একা আছি, বেশ ভালো আছি।’ এদিকে ছেলের কথায়, সন্দেহ প্রকাশ করে মা তখন বলেন, ‘আমার অবশ্য মনে হয় না, একা!’
প্রসঙ্গত, এর আগে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছ জি বাংলার হিট সিরিয়াল জগদ্ধাত্রীর নায়ক-নায়িকা নাকি প্রেম করছেন। জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক এবং স্বয়ম্ভু ওরফে সৌম্যদীপ মুখোপাধ্যায়ের রিল লাইফের ভালোবাসা নাকি পৌঁছেছে রিয়েল লাইফেও। যদিও সেকথা একেবারেই মানতে নারাজ দুজনে অঙ্কিতা ও সৌম্যদীপ। তবে এবার দিদি নম্বর ওয়ানে এসে ছেলের প্রেম জীবন নিয়ে সন্দেহ উসকে দিলেন খোদ ‘স্বয়ম্ভু’র আসল মা।