জগদ্ধাত্রী ধারাবাহিক বর্তমানে বাংলার অন্যতম সেরা ধারাবাহিক। যেখানে আজকাল আকছার কয়েক মাসেই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক মেগা সেখানে জগদ্ধাত্রী এক টানা এক বছরের বেশি সময় ধরে চলছে তো বটেই একই সঙ্গে টিআরপি তালিকাতেও বেশ ভালো ফল করছে। নিত্য নতুন গল্পে টুইস্ট আনছে। এবার কী জানা গেল?
আরও পড়ুন: হার্ট প্রতিস্থাপন করতে চাই ৫০ লাখ! বাধ্য হয়ে ক্রাউড ফান্ডিং করছেন ক্রেজি ৪ ছবির পরিচালক জয়দীপ সেন
জগদ্ধাত্রী ধারাবাহিকের নতুন আপডেট
জগদ্ধাত্রী ধারাবাহিকে আগামীতে রথ যাত্রা বিশেষ পর্ব দেখানো হবে। আর সেখানে বলাই বাহুল্য তার শয়তান দেওর এবং নন্দাই তাকে বিপদে ফেলার চেষ্টা করবে। আর সেই কথাই তারা নিজেরা স্বীকার করে নিলেন।
আরও পড়ুন: অনন্ত - রাধিকার বিয়েতে রিলায়েন্স কর্মীদের বিশেষ উপহার আম্বানি পরিবারের! ডালিতে কী কী ছিল?
এদিন এই সময়কে দেওয়া সাক্ষাৎকারে জ্যাস সান্যালের দেওর জানায়, 'আমরা তো ওকে বিপদে ফেলবই সেটা নিশ্চিত। আর এটাও জানি তাতে সফল হবো না। তবুও বিপদে ফেলার চেষ্টা করবই।'
এদিন একই সঙ্গে সৌম্যদীপ ওরফে স্বয়ম্ভু জানান পর্দায় তাঁদের রসায়ন যেমনই হোক না কেন বাস্তবে তাঁরা ভীষণই ভালো বন্ধু একে অন্যের। তাঁদের রসায়নও খুবই ভালো।
জগদ্ধাত্রী ধারাবাহিক প্রসঙ্গে
জগদ্ধাত্রী ধারাবাহিকে মুখ্য ভূমিকায় আছেন অঙ্কিতা মল্লিক এবং সৌম্যদীপ মুখোপাধ্যায়। অন্যান্য চরিত্রে আছেন ঋতুরাই আচার্য, রূপসা চক্রবর্তী, ত্বরিতা চট্টোপাধ্যায়, প্রিয়া পাল, প্রমুখ। এই ধারাবাহিকটি রোজ সন্ধ্যা ৭ টা নাগাদ জি বাংলার পর্দায় সম্প্রচারিত হয়।