গত মাসে সইফ আলি খানের উপর হামলার ঘটনা এতদিনে সকলেরই জানা। ঘটনার ১ সপ্তাহের মধ্যেই সেরে ওঠেন এবং জনসমক্ষেও আসেন সইফ আলি খান। ঘটনার পর ফিটফাট সইফকে দেখে অনেকেই হামলার ঘটনা কতটা সত্যি তা নিয়েও প্রশ্ন তুলেছেন। এদিকে চলতি সপ্তাহে অর্থাৎ হত মঙ্গলবার নেটফ্লিক্সে নেক্সট ইভেন্টে সইফ তাঁর নতুন ছবি 'জুয়েল থিফ- দ্য হিস্ট বিগিনস'-এর টিজার লঞ্চের অনুষ্ঠানে মঞ্চে উঠেছিলেন। তাঁর সঙ্গে সেদিন মঞ্চে ছিলেন তাঁর সহ-অভিনেতা জয়দীপ আহলাওয়াত। Hindustan Times-এর সঙ্গে কথোপকথনে জয়দীপ সইফের সহনশীলতার প্রশংসা করেছেন।
সইফকে নিয়ে কী বললেন জয়দীপ আহলাওয়াত?
অনেকেই এতটা দ্রুত সইফ আলি খানের সেরে ওঠা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। সেবিষয়ে জয়দীপ আহলাওয়াত বলেন, 'আমি জানি ও আঘাত পেয়েছে। আমি সেই ক্ষতচিহ্ন থেকে সবকিছুই দেখেছি। ’সাইফের পেশাদারিত্বে তিনি কতটা খুশি জানিয়ে জয়দীপ বলেন, ‘এটাই আসল কথা যে ও বিষয়টাকে কীভাবে নিয়েছে এবং কাজে ফিরেছে। কারণ, ও ওঁর তার কাজকে গুরুত্ব দিয়েছে।’
নেটফ্লিক্সের অনুষ্ঠানে সইফ তাঁর হাতে ও গলায় ব্যান্ডেজ নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। গত মাসে (জানুয়ারি) এক অনুপ্রবেশকারী হঠাৎই অভিনেতার বাড়িতে হামলা চালালে সইফের শরীরে দু'টি গভীর ক্ষত-সহ মোট ছ'টি আঘাত লেগেছিল। তিনি লীলাবতী হাসপাতালে ৫ দিন ভর্তি ছিলেন। যেখানে সইফের দুটি অস্ত্রোপচার হয়। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরেই নেটফ্লিক্সের অনুষ্ঠানে যোগ দেন সইফ।
'জুয়েল থিফ- দ্য হিস্ট বিগিনস'-এর টিজার লঞ্চের অনুষ্ঠানে সইফ বলেন, 'এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে খুব ভালো লাগছে। এই সিনেমাটি নিয়ে আমি খুবই উৎসাহী সিদ্ধার্থ ও আমি দীর্ঘদিন ধরে এটা নিয়ে কথা বলছি। আমি সবসময় এধরনে ডাকাতির গল্প নিয়ে ছবি করতে চেয়েছি। আর এখানে যে সহ-অভিনেতাদের পেয়েছি (জয়দীপের কাঁধ স্পর্শ করে) এমনটা আর কোথাও পাব না। মূলত, এটা একটা সুন্দর সিনেমা, এবং আমি এটা নিয়ে খুবই উৎসাহী। মারফ্লিক্সের ব্যানারে এই ছবির প্রযোজনা করেছেন সিদ্ধার্থ ও মমতা আনন্দ।
আরও পড়ুন-বক্স অফিসে ২ দিন পার, কেমন আয় করছে আমির পুত্র জুনেদ ও খুশি কাপুরের ছবি 'লাভিয়াপ্পা'?
জয়দীপ আহলাওয়াত
সইফের সঙ্গে 'জুয়েল থিফ- দ্য হিস্ট বিগিনস'-এর আগে জয়দীপ নেটফ্লিক্সের ছবি ‘জানে জাঁ’তে সইফের স্ত্রী করিনা কাপুর খানের সঙ্গে কাজ করেছিলেন। ছবিটি ফিল্ম সমালোচকদের কাছে প্রশংসাও পেয়েছিল। জয়দীপ আহলাওয়াতকে এই মুহূর্তে আমাজন প্রাইম ভিডিয়ো-র পাতাল লোকের দ্বিতীয় সিজনে দেখা যাচ্ছে।