টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি। ধারাবাহিকে যমুনার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তার স্বামীর চরিত্রে অভিনয় করছেন রুবেল দাস। ধারাবাহিকে আপাতত নায়িকা যমুনার মৃত্যুর দৃশ্য দেখানো হচ্ছে। আসলে কিন্তু স্বামী সঙ্গীতের কথামতো মর্গে মরা সেজে শুয়ে থাকার ভান করেছে সে। উদ্দেশ্য হল অপরাধীদের শাস্তি দেওয়া।
ধারাবাহিকে ইতিমধ্যে দুর্গাপুজোর পর্ব দেখানো হয়ে গেছে। লক্ষ্মীপুজোর অনুষ্ঠানে উপলক্ষেই চলছে তোড়জোড়। তখন রয়েছে যমুনার প্রোগ্রাম। যমুনার কথায় যমুনা ঢাকির মৃত্যুর পর ওই প্রোগ্রামেই নতুন করে জন্ম হবে তাঁর। নতুন রুপে সেজে উঠতে মেকাপ করতে বসেছেন নায়িকা। এদিকে স্ত্রীর প্রোগ্রামের জন্য অডিটোরিয়াম পৌঁছেছেন সঙ্গীতও। চ্যানেলের তরফে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে।
আর যমুনার এই মরে গিয়ে ফিরে আসার ঘটনায় রীতিমতো মজা লুটতে শুরু করেছেন নেটিজেন। ট্রোল, মিমে ছয়ালাপ। কেউ লিখেছেন ‘যমুনা না যমরাজ? মরেও মরে না। অন্য একজন লিখেছেন ‘যমুনা মরে নাই, কই মাছের জান এত সহজে মরবে!' কারও কথায়, ‘এই সিরিয়ালটার নাম শুনলেই গা গুলিয়ে ওঠে’। এই নতুন প্রোমো দেখে রীতিমতো ক্ষেপে গেছে নেটিজেন।