২০১৮ সাল। বলিউডে পা রেখেছিলেন জাহ্নবী কাপুর। কেরিয়ারের শুরুতেই সহকর্মী ঈশান খট্টরের সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। শোনা গিয়েছিল, সকলের অগোচরে চুটিয়ে প্রেম করছেন দুই উঠতি তারকা। কিন্তু সেই সম্পর্কে সিলমোহর বসার আগেই চাউর হয়ে যায় তাঁদের বিচ্ছেদের আখ্যান। সময় গড়িয়েছে। তবু ঈশানের সঙ্গে ভেঙে যাওয়া 'প্রেম' নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন শ্রীদেবী-কন্যা। বোন খুশি কাপুর এমন পরিস্থিতির সম্মুখীন হন, তা মোটেই চান না জাহ্নবী। তাই কি আগেভাগে প্রস্তুত করে রাখছেন তাঁকে?
বলিউডে হাতেখড়ি হতে চলেছে খুশির। জোয়া আখতারের 'দ্য আর্চিজ' দিয়ে অভিনয় শুরু করছেন বনি কাপুর এবং শ্রীদেবীর কনিষ্ঠ কন্যা। এখন থেকেই ইন্ডাস্ট্রির আদব-কায়দা বোনকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছেন জাহ্নবী। রয়েছে বিধিনিষেধের তালিকাও। এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'ওকে (খুশিকে) কোনও অভিনেতার সঙ্গে প্রেম না করার পরামর্শ দিয়েছি। আমরা মতো মানুষের ক্ষেত্রে সেটাই বোধ হয় ঠিক সিদ্ধান্ত।'
জাহ্নবীর মতো তাঁর বোনও ইতিমধ্যেই ট্রোলিংয়ের শিকার। পর্দায় আবির্ভাবের আগেই খুশিকে নিয়ে তৈরি হচ্ছে একাধিক মুখরোচক গল্প। খুশির উদ্দেশে জাহ্নবীর বার্তা, 'নিজের মূল্য বুঝতে শেখো। জীবনে তোমার অনেক কিছু করার আছে। ইনস্টাগ্রামে কতগুলো মুখহীন মানুষ তোমায় কী বলল, তা নিয়ে ভেবো না।'
(আরও পড়ুন: ফ্রিজারে আটকে জাহ্নবী, গায়ে টেপ জড়িয়ে বাঁচার চেষ্টা! গা ছমছমে ‘মিলি’র ট্রেলার)
জাহ্নবীর বিশ্বাস, আগামী দিনে সাফল্যের শিখরে পৌঁছবেন খুশি। আপাতত বোনকে পর্দায় দেখার দিন গুনছেন তিনি।