বৃহস্পতি বার অজয় দেবগন এবং জাহ্নবী কাপুরকে মুম্বইয়ের কৃষ্ণ কালী মন্দিরে গিয়েছিলেন। তাহলে কি তাঁদের এক সঙ্গে নতুন কোনও কাজ আসছে? নানা তা নয়। আসলে দু'জন আলাদা ভাবে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাঁদের বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি প্রকাশ্যে এসেছে।
অজয় ও জাহ্নবী মুম্বইয়ের মন্দিরে
অজয় দেবগণ মন্দিরে ভগবানের আশীর্বাদ নিতে গিয়েছিলেন। অভিনেতাকে সাদা শার্ট এবং খাকি প্যান্ট পরে দেখা গিয়েছিল। একটি ভিডিয়োতে জাহ্নবীকেও মন্দিরে প্রার্থনা করতে দেখা গিয়েছে। সেই ভিডিয়োয় নায়িকাকেও সাদা পোশাকে দেখা গিয়েছিল।
পরে অভিনেত্রীকে পাপারাৎজিদের জন্য পোজ দিতেও দেখা যায়। জাহ্নবীকে সাদা কুর্তা ও মানানসই সাদা চুড়িদারে দেখা গিয়েছিল। তাঁর গলায় থেকে কাঁধের দুপাশে লাল ওড়না ছিল। কপালে ছিল তিলক।
আরও পড়ুন: বড় পর্দায় ‘একেন বাবু’, বেনারসে তার সফর সঙ্গী শাশ্বত! প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক
তবে এই প্রথম নয় অতীতেও জাহ্নবীকে ভারতের বিভিন্ন মন্দিরে বিভিন্ন সময় দেখা গিয়েছে। জানুয়ারী মাসে জাহ্নবী তিরুমালায় ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে আশীর্বাদ নিতে গিয়েছিলেন। তার সঙ্গে শেখর পাহারিয়াকেও দেখা গিয়েছিল। প্রসঙ্গত, শেখরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন এখন বি-টাউনের হট টপিক।
আরও পড়ুন: বাবা কৃষ্ণরাজের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট ঐশ্বর্যর! দাদুকে শ্রদ্ধা জানালো আরাধ্যাও
জাহ্নবী ও অজয়ের আসন্ন ছবি সম্পর্কে
কাজের সূত্রে জাহ্নবীকে 'সানি সংস্কৃতি কি তুলসী কুমারী' ছবিতে দেখা যাবে। এই ছবিতে বরুণ ধাওয়ানও সঙ্গে তাঁকে অভিনয় করতে দেখা যাবে। শশাঙ্ক খৈতান পরিচালিত এই ছবিটি ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে। 'সানি সংস্কৃতি কি তুলসী কুমারী' ছবিটি করণ জোহরের ধর্মা প্রোডাকশন এবং শশাঙ্কের মেন্টর ডিসিপল এন্টারটেইনমেন্ট প্রযোজনা করেছে। ছবিতে বরুণ ও জাহ্নবী ছাড়াও রয়েছেন সানিয়া মালহোত্রা, অক্ষয় ওবেরয়, রোহিত সারাফ এবং মানীষ পল।
আরও পড়ুন: বুধবার খুশির খবর! দ্বিতীয়বারের জন্য মা হলেন মানসী, ছেলে না মেয়ে হল?
তাছাড়াও জাহ্নবীকে 'পরম সুন্দরী' ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা যাবে। দীনেশ বিজন পরিচালিত এই ছবিতে দু'জনকে প্রথমবারের জন্য জুটিতে দেখতে চলেছেন দর্শকরা। এই ছবিটি কেরালার মনোরম জলাভূমিতে নির্মিত একটি আন্তঃসংস্কৃতিক প্রেমকাহিনী। তুষার জলোটা পরিচালিত 'পরম সুন্দরী' ছবিটি চলতি বছরের ২৫ জুলাই মুক্তি পাবে।
অন্যদিকে, অজয় দেবগণকে সর্বশেষ 'আজাদ' ছবিতে দেখা গিয়েছিল। অভিষেক কাপুর পরিচালিত এই ছবিতে অজয় একজন বিদ্রোহী এবং দক্ষ ঘোড়সওয়ারের চরিত্রে অভিনয় করেছিলেন। 'আজাদ' ছবিটি চলতি বছরের ১৭ জানুয়ারী মুক্তি পেয়েছিল। 'আজাদ' ছাড়াও, অভিনেতা গত বছর দীপাবলীতে 'সিংহাম আগেইন' ছবিতেও অভিনয় করেছিলেন।