জাহ্নবী কাপুর এবং তার চলচ্চিত্র নির্মাতা বাবা বনি কাপুর শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগে অভিনেত্রীকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে বাথটাবে ডুবে মারা যান তিনি। রেখে যান স্বামী বনি কাপুর এবং কন্যা জাহ্নবী ও খুশিকে।
মঙ্গলবার শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এখনও তোমাকে সব জায়গায় খুঁজি মা, এখনও আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি- তা তোমার সাথেই শুরু এবং তোমার সাথেই শেষ হয়।’
ভূমি পেডনেকর, রাকুল প্রীত সিং, তাহিরা কাশ্যপ, সঞ্জয় কাপুর, মাহিপ কাপুর, বরুণ শর্মা এবং মনীশ মালহোত্রার মতো তারকারা জাহ্নবীর এই পোস্টে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন। একজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘তিনি সবসময়ই আপনার সঙ্গেই আছেন’। আপরজন লিখলেন, ‘পরেরবার যখন আপনি সেটে যাবেন, শটে আপনার ২০০ শতাংশ দিন, এটি ছিল তার প্রথম প্রেম। এমনভাবে পারফর্ম করুন যেন তিনি আপনাকে দেখছেন এবং আপনার সেরা না দেওয়ার জন্য আপনাকে তিরস্কার করছেন। এমন শট দিন যাতে আপনার মধ্যে সকলে শ্রীদেবীকে খুঁজে পায়।’
মাঝরাতের দিকে পোস্ট এল বনি কাপুরের তরফ থেকেও। প্রয়াত স্ত্রীকে স্মরণ করে লিখলেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গেছ সেই ৫ বছর আগে। কিন্তু এখনও তোমার ভালোবাসা আর স্মৃতি আমাদের আগলে রেখেছে, আর চিরদিন আমাদের সঙ্গে এভাবেই থাকবে।’
ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শ্রীদেবীর একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘জো চালা গয়া মুঝে ছোড়কার, ওহি আজ তাক মেরে সাথ হ্যায় (যে আমাকে একা রেখে চলে গেছে, সে আজও আমার সঙ্গে আছে)।’ খুশি কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন।
জাহ্নবী তাঁর প্রথম চলচ্চিত্র ধড়ক-এ কাজ করছিলেন যখন, তখনই না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতে মারা যান। ‘ধড়ক’ তাঁর মৃত্যুর পাঁচ মাস পর মুক্তি পায়। শ্রীদেবীকে শেষবার 2017 সালের মম ছবিতে দেখা গিয়েছিল এবং 2018 সালের জিরো ছবিতে মরণোত্তর ক্যামিও ছিল। তার ছোট মেয়ে খুশি এখন এই বছর তার প্রথম চলচ্চিত্র দ্য আর্চিসে দেখা যাবে। জোয়া আখতারের পরিচালনায় শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও অভিষেক হয়।