বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreedevi-Janhvi: শ্রীদেবীকে ছাড়া পাঁচ বছর! শোকে কাতর জাহ্নবী লিখলেন, ‘তোমায় সব জায়গায় খুঁজি মা’

Sreedevi-Janhvi: শ্রীদেবীকে ছাড়া পাঁচ বছর! শোকে কাতর জাহ্নবী লিখলেন, ‘তোমায় সব জায়গায় খুঁজি মা’

শ্রীদেবীর পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীর আগে সোশ্যাল মিডিয়ায় লিখলেন জাহ্নবী। 

একাধিক সাক্ষাৎকারে জাহ্নবীকে বলতে শোনা গিয়েছে কীভাবে তিনি প্রতি মুহূর্তে মিস করেন মা শ্রীদেবীকে। একই হাল বনি আর ছোট মেয়ে খুশিরও। 

জাহ্নবী কাপুর এবং তার চলচ্চিত্র নির্মাতা বাবা বনি কাপুর শ্রীদেবীর পঞ্চম মৃত্যুবার্ষিকীর আগে অভিনেত্রীকে স্মরণ করে ইনস্টাগ্রামে একটি আবেগপূর্ণ পোস্ট শেয়ার করেছেন। ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের এক হোটেলে বাথটাবে ডুবে মারা যান তিনি। রেখে যান স্বামী বনি কাপুর এবং কন্যা জাহ্নবী ও খুশিকে।

মঙ্গলবার শ্রীদেবীর সঙ্গে একটি ছবি শেয়ার করে জাহ্নবী কাপুর ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এখনও তোমাকে সব জায়গায় খুঁজি মা, এখনও আমি যা করি, তা এই আশাতে করি যে তোমাকে গর্বিত করব। আমি যেখানেই যাই, এবং যা কিছু করি- তা তোমার সাথেই শুরু এবং তোমার সাথেই শেষ হয়।’

ভূমি পেডনেকর, রাকুল প্রীত সিং, তাহিরা কাশ্যপ, সঞ্জয় কাপুর, মাহিপ কাপুর, বরুণ শর্মা এবং মনীশ মালহোত্রার মতো তারকারা জাহ্নবীর এই পোস্টে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন। একজন কমেন্ট সেকশনে লিখেছেন, ‘তিনি সবসময়ই আপনার সঙ্গেই আছেন’। আপরজন লিখলেন, ‘পরেরবার যখন আপনি সেটে যাবেন, শটে আপনার ২০০ শতাংশ দিন, এটি ছিল তার প্রথম প্রেম। এমনভাবে পারফর্ম করুন যেন তিনি আপনাকে দেখছেন এবং আপনার সেরা না দেওয়ার জন্য আপনাকে তিরস্কার করছেন। এমন শট দিন যাতে আপনার মধ্যে সকলে শ্রীদেবীকে খুঁজে পায়।’

<p>শ্রীদেবীকে নিয়ে জাহ্নবীর পোস্ট। </p>

শ্রীদেবীকে নিয়ে জাহ্নবীর পোস্ট। 

মাঝরাতের দিকে পোস্ট এল বনি কাপুরের তরফ থেকেও। প্রয়াত স্ত্রীকে স্মরণ করে লিখলেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গেছ সেই ৫ বছর আগে। কিন্তু এখনও তোমার ভালোবাসা আর স্মৃতি আমাদের আগলে রেখেছে, আর চিরদিন আমাদের সঙ্গে এভাবেই থাকবে।’

<p>স্মরণ করলেন বনি। </p>

স্মরণ করলেন বনি। 

ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি শ্রীদেবীর একটি পুরনো ছবি শেয়ার করে লিখেছেন, ‘জো চালা গয়া মুঝে ছোড়কার, ওহি আজ তাক মেরে সাথ হ্যায় (যে আমাকে একা রেখে চলে গেছে, সে আজও আমার সঙ্গে আছে)।’ খুশি কাপুরও ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের সঙ্গে একটি মিষ্টি ছবি শেয়ার করে নিয়েছেন।

<p>পোস্ট করেছেন খুশিও। </p>

পোস্ট করেছেন খুশিও। 

জাহ্নবী তাঁর প্রথম চলচ্চিত্র ধড়ক-এ কাজ করছিলেন যখন, তখনই না ফেরার দেশে চলে যান শ্রীদেবী। মাত্র ৫৪ বছর বয়সে সংযুক্ত আরব আমিরাতে মারা যান। ‘ধড়ক’ তাঁর মৃত্যুর পাঁচ মাস পর মুক্তি পায়। শ্রীদেবীকে শেষবার 2017 সালের মম ছবিতে দেখা গিয়েছিল এবং 2018 সালের জিরো ছবিতে মরণোত্তর ক্যামিও ছিল। তার ছোট মেয়ে খুশি এখন এই বছর তার প্রথম চলচ্চিত্র দ্য আর্চিসে দেখা যাবে। জোয়া আখতারের পরিচালনায় শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দারও অভিষেক হয়।

 

 

বায়োস্কোপ খবর

Latest News

পুজোয় মাত্র ২ দিন ছুটি? মন খারাপ নয়, অল্প খরচে ঘুরে আসুন ঝাড়গ্রাম! ডাইনি অপবাদ দিয়ে ২ আদিবাসী মহিলাকে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা জার্সি-টিফোয় নায়ক বরণ! ৯০০ গোলের জন্য রোনাল্ডোকে ভালোবাসায় ভরালেন সমর্থকরা… ‘‌রাজ্যের সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিচ্ছি’‌, ধরনা মঞ্চে ঘোষণা মমতার ‘কালীঘাটের ডা*নি তদন্ত করতে দেয়নি’, ‘সল্টলেকের দেওয়ালের লিখনে’ ক্ষুব্ধ তৃণমূল! ৫০ কিমি দূরে গভীর নিম্নচাপ, শনির দশা কলকাতার ওপর, কমলা সতর্কতা তিলোত্তমায় ‘কষ্ট হচ্ছে…’, গৌতমের বেণীমাধব বিতর্কে লোপামুদ্রার গর্জন, কোন ভুলে চাইলেন ক্ষমা? পিছিয়ে পড়েও দুরন্ত জয়! হরমনপ্রীতের জোড়া গোলে পাক বধ! হকিতে টানা ৫ ম্যাচ জয়… গোবিন্দাকে কাছ থেকে দেখার লোভ, পরিচারিকা সেজে অভিনেতার বাড়ি হাজির ভক্ত! তারপর…? আজ পরিবর্তিনী একাদশীত, ধন লাভের এই সহজ ৬ ব্যবস্থা করবে শূন্য ভান্ডার পূর্ণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.