ভাই অর্জুন কাপুরের জন্মদিনের আগেই প্যারিস থেকে মুম্বই ফিরেছেন জাহ্নবী কাপুর। মুম্বই বিমানবন্দরে অভিনেতার বেশ কয়েকটি ভিডিয়ো এবং ছবি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল। যেখানে দেখা যায়, ছবি শিকারীর পাল্লায় পড়ে রীতিমতো হাল খারাপ অভিনেত্রীর।
বিমানবন্দরে ভক্তদের ভিড়ের মুখে জাহ্নবী
ইনস্টাগ্রামে এক পাপারাৎজ্জো ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, অভিনেতাকে বিমানবন্দর থেকে বেরিয়ে তার গাড়ির দিকে হাঁটতে দেখা গেছে। সেইসময় বিমানবন্দরের এক কর্মী ছিলেন তাঁর লাগেজ ট্রলিতে নিয়ে। তবে সেভাবে নিরাপত্তারক্ষী ছিল না। ভক্তরা সেলফি তোলার জন্য তাঁর কাছে আসতে শুরু করেন এবং জাহ্নবীকে দেখা যায় ক্রমাগত একের পর এক ক্যামেরার জন্য পোজ দিতে। শীঘ্রই, ছবি তোলার জন্য তার চারপাশে ভিড় জমে যায় এবং অভিনেতা যে অস্বস্তিতে তা স্পষ্টই বোঝা যাচ্ছিল।
জাহ্নবী স্পষ্ট জানিয়ে দিলেন, এটা তাঁর জন্মদিন নয়,
ছবি তোলার পর জাহ্নবী তাঁর গাড়ির দিকে এগিয়ে যান। এক পাপারাৎজি তাঁকে বার্থ ডে শুভেচ্ছা জানালে জাহ্নবী বলেন, 'মেরা বার্থডে নেহি হ্যায় (এটা আমার জন্মদিন নয়)। গাড়িতে ওঠার আগেও জাহ্নবী ছবি তোলেন। এদিন জাহ্নবী একটি সবুজ শার্টের নীচে একটি কালো টপ, কালো ট্রাউজার্স এবং জুতো পরেছিলেন। গলায় ছিল এটি স্কার্ফ।
ভক্তদের ভিড় নিয়ে ইন্টারনেটে প্রতিক্রিয়া জাহ্নবী
ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়ে এক ব্যক্তি লিখেছেন, ‘কার্যত অপ্রস্তুত মেয়েটা। একবার ভাবুন তো আমার-আপনার বাড়ির সদস্যদের সঙ্গে এরকম হলে কেমন লাগত’! দ্বিতীয়জনের মন্তব্য, ‘এটা খুবই ভুল। আপনারা এভাবে কাউকে অপ্রস্তুত করতে পারেন না’। তৃতীয়জন লেখেন, ‘কার্যত মেয়েটা বিনয়ী ও ভদ্র। তাই কোনওভাবে বিরক্তি দেখায়নি।’ চতুর্থজন লেখেন, ‘লোকেরা কেবল ছবি তোলার জন্য তার উপর চড়াও হচ্ছে। এগুলো বন্ধ করুন।’
এদিন পরবর্তীতে সৎ ভাই জাহ্নবী কাপুরের বার্থ ডে পার্টিতে যোগ দেন তিনি।
জাহ্নবীর আসন্ন ছবি সম্পর্কে
ভক্তরা জাহ্নবীকে এরপর ‘উলাজ’-এ দেখতে পাবেন, যা ২ আগস্ট মুক্তি পাবে। দেশাত্মবোধক থ্রিলার এই ছবিতে আরও অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, রোশন ম্যাথিউ, আদিল হুসেন, রাজেশ তাইলাং, মিয়াং চ্যাং, রাজেন্দ্র গুপ্তা এবং জিতেন্দ্র জোশী। সুধাংশু সারিয়া পরিচালিত 'উলাজ'-এর চিত্রনাট্য লিখেছেন পারিজ শেখ এবং সারিয়া। এবং গল্প আতিকা চৌহানের। এটি প্রযোজনা করেছে জংলি পিকচার্স।
একই সঙ্গে, অ্যাকশন সিনেমা 'দেবারা: পার্ট ওয়ান' দিয়ে তেলুগু সিনেমায় অভিষেক হতে যাচ্ছে জাহ্নবীর। এটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। কোরাতালা শিবা পরিচালিত 'দেবরা' প্রযোজনা করছেন যুবসুধা আর্টস ও এনটিআর আর্টস। জুনিয়র এনটিআর এবং সইফ আলি খানও ছবিতে রয়েছেন। সম্প্রতি তিনি, স্পোর্টস রোম্যান্স ড্রামা মিস্টার অ্যান্ড মিসেস মাহিতে অভিনয় করেছেন।