অভিনেতা জাহ্নবী কাপুর সাধারণত তাঁর শালীন, নম্র-ভদ্র আচরণের জন্য সব সময়ই প্রশংসা কুড়িয়েছেন। এবার আবারও মুম্বইয়ের একটি সেটে পাপারাৎজিদের মারধর করার জন্য নিরাপত্তা কর্মীদের তিরস্কার করে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী। সেই মুহূর্তের ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় আসতেই হয়েছে ভাইরাল।
এই বিশেষ ভিডিয়োটি স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভক্ত নানা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। ভিডিয়োটি একটি পাপারাৎজি গণমাধ্যম তাঁদের অফিসিয়াল অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে অভিনেত্রী তাঁর ভ্যানিটি ভ্যানের দিকে হেঁটে যাচ্ছিলেন। তখন পাপারাৎজিরা তাঁর ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়েন। এই সময় জাহ্নবীর নিরাপত্তারক্ষীরা পাপারাৎজিদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। আর তা করতে দেখেই অসন্তোষ প্রকাশ করেন জাহ্নবী কাপুর। সেই মুহুর্তেই পাপারাৎজিদের তিনি ধাক্কা না দিতে বলেন।
আরও পড়ুন: অভিনেত্রীকে যৌন হেনস্থার ঘটনায় FIR অরিন্দম শীলের বিরুদ্ধে! টলিউডে কোণঠাসা পরিচালক
ভিডিয়োয় জাহ্নবী কাপুর তাঁর টিমকে বলেন, 'আরম সে, অর্থাৎ সাবধানে। কেন ওঁদের ধাক্কা দিচ্ছেন?' জাহ্নবী তারপর বলেন, 'ছোড় দিজিয়ে, কুছ নাহি কর রহে হ্যায়। ধাক্কা না মারিয়া উনকো (ওঁরা কিছু করছে না। ছেড়ে দিন ওঁদের। ওঁদের ঠেলবেন না)।'
ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে পর, অভিনেতা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছিলেন, নানা ভালো ভালো মন্তব্যে ভরে গিয়েছে কমেন্ট সেকশন।
আরও পড়ুন: ‘অসময়’-এ জন্মদিন! মনখারাপের মধ্যে ইমনকে চমকে দিতে বিশেষ কাজ করলেন ‘সারেগামাপা’-এর সতীর্থরা
প্রসঙ্গত, সোমবার অভিনেতা তাঁর 'দেবরা: পার্ট ১'-এ সহ-অভিনেতা জুনিয়র এনটিআর এবং সাইফ আলি খানের সঙ্গে ‘দ্য কপিল শর্মা শো’-এর দ্বিতীয় সিজনের একটি পর্বের জন্য শ্যুট করেছিলেন, তখনই এই ঘটনা ঘটে।
'দেবরা: পার্ট ১' সম্পর্কে
'দেবরা: পার্ট ১'-এ জুনিয়র এনটিআরকে দেখা যাবে নাম ভূমিকায়। জাহ্নবীকে দেখা যাবে 'থাঙ্গাম'-এর চরিত্রে এবং সইফকে দেখা যাবে ‘ভাইরা’-এর চরিত্রে। তাঁরা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন প্রকাশ রাজ, শ্রীকান্ত, শাইন টম চাকো এবং নারাইন। প্রাথমিক ভাবে এটি একটি স্বতন্ত্র ছবি হিসাবে ঘোষণা করা হলেও পরে ঘোষণা করা হয়েছিল যে এই ছবিটি দুটি অংশে বিভক্ত হবে। এসএস রাজামৌলি পরিচালিত অত্যন্ত সফল 'RRR'-এর পর এটি জুনিয়র এনটিআর-এর ছবি নিয়ে সকলের প্রত্যাশা আরও অনেক বেশি৷ ভারতে অ্যাডভান্স বুকিং তারিখ খুব শীঘ্রই প্রকাশ্যে আসবে।
জাহ্নবী কাপুর আরও একটি তেলেগু ছবির জন্য ইতিমধ্যেই সই করেছেন। 'দেবরা: পার্ট ১' ছাড়াও, তিনি পরিচালক বুচি বাবু সানা এবং রাম চরণের সঙ্গে একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। দক্ষিণী ছবিতে আত্মপ্রকাশ সম্পর্কে পিটিআই-এর সঙ্গে কথা বলার সময় , তিনি বলেছিলেন, 'এটাও এক ভাবে আমার মায়ের কাছাকাছি থাকা, সেই পরিবেশে থাকা, সেই ভাষায় শুনতে এবং কথা বলতে বলতে তাঁকে অনুভব করা।'