এই বছরের সবচেয়ে চর্চিত ঘটনা ছিল আম্বানি পরিবারের গ্র্যান্ড ওয়েডিং। রাধিকা-অনন্তের বিয়ের অনুষ্ঠান চলেছে প্রায় বছরভর। বছরের শেষলগ্নেও পার্টিমুডে আম্বানি পরিবার। আর সেখানে তাঁদের সঙ্গী বলিউডের তারকারা। গুজরাটের জামনগরে ক্রিসমাস উদযাপন করতে এক ছাদের নীচে কার্যত গোটা বলিউড। অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের গ্র্যান্ড ওয়েডিং অনুষ্ঠানের পরে ফের বিগ পার্টির আয়োজন করেছিলেন মুকেশ আম্বানি। সেই পার্টিতে চুটিয়ে মজা করলেন পছন্দের সেলেবরা। অন্দরের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যালে। হীরামন্ডি তারকা শারমিন সেগালের সঙ্গে জাহ্নবী কাপুর, কিংবা ওরি সবাই জমিয়ে দিলেন পার্টি। জমল বেদাং-খুশির প্রেমও।
আম্বানি ক্রিসমাস পার্টির অনেক অদেখা ছবি এখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে, যা দেখে হয়রান ভক্তরা! ওরি ওরফে ওরহান আওয়াত্রামনির ইনস্টাগ্রামে উঠে এসেছে ঝলক। শারমিন সেগাল, জাহ্নবী কাপুর, সারা সকলেই রীতিমতো ‘পার্টি অ্যানিম্যাল’। সারা আলি খান একটি সোয়েটশার্ট পরেছিলেন, বন্ধু অনন্যাকে জড়িয়ে ধরে ক্যামেরার জন্য পোজ দিলেন তিনি। ছবিতে জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়া, ছোট বোন খুশি কাপুর তাঁর প্রেমিক বেদাং রায়না এবং শানায়া কাপুরেরও দেখা মিলেছে।

এই ফটো ডাম্পের শেষে অর্জুন কাপুর এবং অনন্যার একটি হাস্যকর ছবি রয়েছে। সেখানে মেঝেতে শুয়ে থাকা একজনের সঙ্গে পোজ দিতে গিয়ে প্রায় মাটিতে পড়ে আছেন দু'জনে। এই ভাইরাল পোস্টগুলির মন্তব্য বিভাগে নেটিজেনদের হাস্যকর প্রতিক্রিয়া ছিল। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, ‘এটা হল বড়লোকেদের ক্রিসমাস’। অন্যদিকে অন্য একজন মজা করে লিখেছেন, ‘নেপো-কিডদের মেলা’। শারমিনের উপস্থিতির কথা উল্লেখ করে, একজন নেটিজেন উল্লেখ করেছেন ‘যাক কিছু তো এক্সপ্রেশন এখানে অন্তত দিয়েছে’।
নববর্ষেও জমজমাট আয়োজন করেছেন আম্বানিরা। জামনগরে হাজির হয়েছেন খোদ কিং খান। জানা গিয়েছে, শাহরুখ সপরিবারে আম্বানিদের সঙ্গেই বর্ষবরণ সেলিব্রেট করবেন।