কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছিল যেখানে দাবি করা হয় জাহ্নবী কাপুর নাকি বিয়ে করতে চলেছেন। শীঘ্রই নাকি তাঁর দীর্ঘদিনের প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। একই সঙ্গে গুঞ্জন রটে যায় যে তিনি নাকি অন্য কোথাও আলিশান ভাবে বিয়ে করবেন না। বরং সোনালি রঙের শাড়ি পরে অন্ধ্র প্রদেশের তিরুমালায় বিয়ে করবেন। এবার বিয়ের এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন শ্রীদেবী কন্যা।
বিয়ে নিয়ে কী জানালেন জাহ্নবী?
এই পোস্ট ভাইরাল হতেই, বিয়ের গুঞ্জন নিয়ে জাহ্নবী বলেন, 'যা খুশি নাকি!' শুধু তাই নয় সম্প্রতি তিনি তাঁর আসন্ন ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবির প্রচারে এসে ইটাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেন।
এদিন একটি র্যাপিড ফায়ার রাউন্ডে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় তিনি তাঁর বিষয়ে সবথেকে অদ্ভুত গুজব কী শুনেছেন? সেই প্রসঙ্গে রাজকুমার রাও বলেন, 'একজন বলেছিলেন আমি নাকি দারুণ ক্ষমতাবান একটি রাজনৈতিক পরিবারের ছেলে।' অন্যদিকে শ্রীদেবী কন্যা বলেন, ' আমি সম্প্রতি একটা দারুণ বোকা বোকা খবর পড়লাম আমাকে নিয়ে। কেউ কেউ লিখছেন আমার বিয়ে নাকি জলদি হবে। আবার ব্যাখ্যা করছেন যে কীভাবে আমি কোথায় বিয়ে করব।'
তিনি আরও বলেন, 'কেউ কেউ দুই তিনটে আর্টিকেল মিশিয়ে নিজের মতো গল্প বানিয়ে নিচ্ছেন। কারও কারও পোস্ট অনুয়ায়ী নাকি আর এক সপ্তাহের মধ্যেই আমার বিয়ে। কিন্তু আমি এসব পছন্দ করছি না। আমি কাজ করতে চাই এই মুহূর্তে।'
জাহ্নবী কাপুর দীর্ঘদিন ধরে চুটিয়ে প্রেম করছেন শিখর পাহাড়িয়ার সঙ্গে। তাঁদের একসঙ্গে নানা মন্দিরে অনুষ্ঠানে দেখা গিয়েছে। অভিনেত্রী তো তাঁর গলায় শিখরের নামের লকেটও পড়েন। তবে বর্তমানে তিনি তাঁর আগামী ছবি মিস্টার অ্যান্ড মিসেস মাহি নিয়ে ব্যস্ত।
আরও পড়ুন: শাহরুখের জন্য বিশেষ পরামর্শ সেহওয়াগের, বাবাকে সেই কথা জানিয়েছিলেন আরিয়ান?
আরও পড়ুন: রেমালের চোখ রাঙানিকে বুড়ো আঙুল, প্রেমিকের সঙ্গে সমুদ্রস্নান অহনার
মিস্টার অ্যান্ড মিসেস মাহি প্রসঙ্গে
মিস্টার অ্যান্ড মিসেস মাহি ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে রাজকুমার রাও এবং জাহ্নবী কাপুর। শরণ শর্মা এই ছবিটির পরিচালনা করেছেন। আগামী ৩১ মে আসছে এই ছবিটি। প্রযোজনার দায়িত্বে আছেন করণ জোহর, জি স্টুডিওজ, প্রমুখ।